1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অভিযোগ তদন্তে কমিটি’

সমীর কুমার দে, ঢাকা৬ মে ২০১৪

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যায় ব়্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে একটি নিজস্ব কমিটি গঠন করা হয়েছে৷ ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমেদকে প্রধান করে এই কমিটি করা হয়েছে৷

https://p.dw.com/p/1Bu61
Bangladesch - Landesweiter Streik
ছবি: Getty Images

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যায় ব়্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে একটি নিজস্ব কমিটি গঠন করা হয়েছে৷ ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমেদকে প্রধান করে ৪ সদস্যের এই কমিটি করা হয়েছে৷

এদিকে এই ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় ব়্যাব-১১ এর সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগসহ সার্বিক বিষয়ে তদন্ত করতে সরকারকে এবং বিভাগীয় তদন্ত করতে ব়্যাবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন৷ নারায়ণগঞ্জের সাতজনকে হত্যার ঘটনায় ৬ কোটি টাকার লেনদেনের বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম সরদার৷ এরপর আদালত আদেশ দেন৷

Crime Scen Do not cross Symbolbild Verbrechen
তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবেছবি: fotolia

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, নারায়ণগঞ্জের ওই ঘটনায় সার্বিক বিষয়ে (অপহরণ, হত্যাকাণ্ড ও লেনদেন) তদন্ত করতে হাইকোর্ট সরকারকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন, আইন মন্ত্রণালয়ের ২ জন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জনকে (উপ-সচিব) সদস্য রাখতে বলা হয়েছে৷ এছাড়া সিআইডিকে আলাদা তদন্ত ও ব়্যাবকে বিভাগীয় তদন্ত করার আদেশ দিয়েছেন আদালত৷ তাদেরকে সাত দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে৷

এদিকে গঠনের এক দিনের মাথায় অভিযান চালাতে মাঠে নেমে পড়েছে পুলিশের ‘অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড'৷ প্রথম অভিযানেই তাদের হাতে ধরা পড়েছে ৮ জন৷ এরা সবাই পুলিশ পোশাক ব্যবহার করে অপহরণ চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল৷ এদের কাছ থেকে পুলিশের মতো ওয়াকিটকি, হাতকড়া, আগ্নেয়াস্ত্র ও বোমা পাওয়া গেছে৷ এদিকে এই ইউনিট গঠনের খবরে অপহৃত মানুষগুলোর স্বজনরা ছুটে আসছেন এখানে৷ সোমবার পর্যন্ত ১৭টি অভিযোগ জমা পড়েছে বলে ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায়৷ তিনি বলেন, এতদিন বিছিন্নভাবে অভিযোগ আসত, এখন সবাই নির্দিষ্ট একটি জায়গায় অভিযোগ করবেন৷ সেখান থেকে এই ইউনিটের সদস্যরা খোঁজ খবর করবেন৷ যেগুলো সত্যি ঘটনা, সেগুলো নিয়ে কাজ এই স্কোয়াড৷ আর সবকিছুর নিয়মিত তদারকি করবেন সিনিয়র অফিসাররা৷

Symbolbild Kriminalität Mord
সবকিছুর নিয়মিত তদারকি করবেন সিনিয়র অফিসাররাছবি: Fotolia

প্রথম অভিযানের ব্যাপারে উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, গত রোববার মধ্যরাতে রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় অভিযান চালানো৷ অবশ্য আগে থেকেই গোয়েন্দাদের কাছে এ বিষয়ে তথ্য ছিল৷ পরে অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এরা পুলিশের নাম ব্যবহার করে পুলিশের মতো অভিযান চালিয়ে নিরীহ মানুষকে ধরত৷ তিনি বলেন, এই চক্রটি দু'টি মাইক্রোবাসে করে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে অপহরণ, ডাকাতিসহ নানা ধরনের অপরাধ করছিল৷ অপহরণ ঠেকাতে গত শনিবার গঠিত গোয়েন্দা পুলিশের ‘অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড' এর সদস্যরা ওই স্থানে পৌঁছে একটি মাইক্রোবাসসহ আটজনকে গ্রেফতার করে৷

কৃষ্ণপদ রায় আরও বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি হাতকড়া, একটি ওয়াকিটকি, ২০টি হাতবোমা ও একটি শটগান পাওয়া গেছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেছে৷ পরে এদের সবাইকে ৪ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ৷ তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গঠিত ‘অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডে' গত দুই দিনে ১৭টি অভিযোগ এসেছে৷ এর মধ্যে একটি ঘটনা সরাসরি এসেছে আর বাকি ১৬টি ঘটনা এসেছে বিভিন্ন থানা থেকে৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি তরুণী অপহরণের যে ঘটনা এসেছে, সেটি প্রেমঘটিত বলে আমরা নিশ্চিত হয়েছি৷ তিনি বলেন, অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড অপহরণের বাইরেও প্রয়োজনে বিশেষ কাজ করবে৷

গোয়েন্দা পুলিশের পরিচয়ে যে প্রতারণা হচ্ছে তাদের বিষয়ে প্রশ্ন করা হলে কৃষ্ণপদ রায় বলেন, গোয়েন্দা পুলিশ যে কোন অভিযানে গেলে অবশ্যই তাদের পরিচয় প্রদান করবে৷ প্রথমে পরিচয় প্রদান না করলেও অভিযান শেষে গ্রহণযোগ্য পরিচয় প্রদান করেই তারপরই তারা স্থান ত্যাগ করবে৷ যদি কেউ পরিচয় দিতে না চায় তাহলে নিকটস্থ থানা অথবা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ভুক্তভোগীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য