1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

৪ সেপ্টেম্বর ২০২৩

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়্যারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

https://p.dw.com/p/4Vufo
খালেদা জিয়া (ফাইল ফটো)
খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: bdnews24.com

শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা আকস্মিকভাবে কমে যাওয়ায় তার চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেন। খবর, দৈনিক সমকাল৷

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকের বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর শরীরে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হওয়ায় তিনি ঘুমাতে পারছেন না। 

এছাড়াও তার লিভারের সমস্যা জটিল হচ্ছে। গত কয়েকদিন ধরে ডায়াবেটিস, প্রেশার সহ বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে।

অ্যান্টিবায়োটিক দিয়ে আপাতকালীন নিয়ন্ত্রন করা গেলেও চিকিৎসকরা বলছেন, তার শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। 

৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। 

এসএইচ/কেএম