খালেদা জিয়ার মনোনয়নপত্র কি এবার বৈধ হবে?
২২ মে ২০১৯পাঁচ মাস আগে সম্পন্ন হওয়া জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বৈধ হয়নি৷ তাহলে এর মধ্যে কি রাজনীতি বা আদালতে এমন কিছু ঘটেছে যে, খালেদা জিয়ার মনোনয়নপত্র এবার বৈধ হবে? কেউ কেউ অবশ্য বিষয়টিকে সরকারের সঙ্গে সমঝোতা মনে করছেন৷ তবে বিএনপির এক আইনজীবীর দাবি, সমঝোতা নয়, আইনগতভাবেই খালেদা জিয়ার মনোনয়ন এবার বৈধ হবে৷
খালেদা জিয়া ছাড়া আর যাঁরা মনোনয়নপত্র নিয়েছেন তাঁরা হলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জিএম সিরাজ, সাবেক জেলা সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন৷
আগামী ২৪ জুন এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন৷
বিএনপির দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার মনোনয়ন বৈধ না হলে বিএনপির প্রার্থী হবেন জিএম সিরাজ৷ সেভাবেই সিদ্ধান্ত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান৷ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন তারেক রহমান৷ তিনি এই ৫ জনকে মনোনয়নপত্র সংগ্রহ করার নির্দেশ দেন৷ যদিও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ‘‘এখনো দল থেকে সিদ্ধান্ত হয়নি৷''
বগুড়া জেলা বিএনপির আহবায়ক জিএম সিরাজ ডয়চে ভেলেকে বলেন, ‘‘দলের হাইকমান্ড আমাদের ৫ জনকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলেছে, তাই আমরা করেছি৷ এখানে আমাদের মূল প্রার্থী খালেদা জিয়া৷ কোনো কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হলে আমি দলের প্রার্থী৷ এভাবে ৫ জনকে সিলেক্ট করা হয়েছে৷''
কিছুদিন আগেই তো খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হলো, তাহলে এখন আবার কেন তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে? এই প্রশ্নের জবাবে সিরাজ বলেন, ‘‘এটা হাইকমান্ড বলতে পারবে, আমি দলের সিদ্ধান্ত অনুযায়ী চলছি৷''
কেমন ভোট হবে? এর জবাবে তিনি বলেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচনের সময়ও বগুড়া সদরে ভালো ভোট হয়েছে৷ এখানে তারা কেটে নেয়নি৷ কারণ এমন হতে পারে যে, তাদের প্রার্থী ছিল না৷ এখনও এখানে ভালো ভোট হবে বলেই আমি বিশ্বাস করি৷ আর একটা আসন তো এমন কিছু না৷ আওয়ামী লীগ এখানে ছাড়ও দিতে পারে৷ আবার এখানে ইভিএমে ভোট হবে৷ ফলে ইভিএম জাস্টিফাইড করার সুযোগও বলতে পারেন৷ আওয়ামী লীগকে আমরা যতই নিন্দা করি, তাদের বিরোধিতা করি, কৌশলে তো তারাই এগিয়ে আছে, এটাতে তো কোনো সন্দেহ নেই৷ তাই আমার আশা এখানে ভোট সুষ্ঠুই হবে৷''
খালেদার বিরুদ্ধে মামলাগুলোর বর্তমান অবস্থা
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার জন্য তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল৷ কিন্তু নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করলে কোর্টে আবেদন করলে বিভক্ত আদেশ আসে৷
ডয়চে ভেলের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার প্রধান আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘‘৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যখন কারাগারে পাঠানো হয় তখন তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল৷ পরে আরো চারটি মামলা যুক্ত করা হয়েছে৷ এই মুহূর্তে খালেদা জিয়া চারটি মামলা বাদে সবগুলো মামলায় জামিনে আছেন৷ এই চারটির মধ্যে দু'টির নিম্ন আদালত থেকে রায় হয়েছে, অন্য দু'টি মানহানির মামলা৷ মানহানির মামলা দু'টির শুনানি আজই (বুধবার) হওয়ার কথা ছিল৷ কিন্তু একেবারেই অন্যায়ভাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে শুনানির জন্য এক মাস সময় চান৷ অথচ এই মামলা দু'টি ব্যক্তির মামলা, রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই৷ এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের মামলা হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে৷ আর জিয়া অর্ফানেজ ট্রাস্টের মামলা আপিল বিভাগে আছে৷ নিম্ন আদালতের কাগজপত্র দুই মাসের মধ্যে আপিল বিভাগে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত৷ এই দু'টি মামলায়ও আমরা জামিন শুনানি করার জন্য প্রস্তুত রয়েছি৷''
ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সময় খালেদা জিয়া ন্যায়বিচার পাননি বলে মনে করেন ব্যারিস্টার কামাল৷ তিনি বলেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচনের সময় খালেদা জিয়া ন্যায়বিচার পাননি৷ কারণ আইনে সুস্পষ্ট বলা আছে, উচ্চ আদালত থেকে কেউ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে তিনি পরবর্তী ৫ বছর নির্বাচন করতে পারবেন না৷ খালেদা জিয়ার সাজা ২ বছরের বেশি এটা সত্যি৷ কিন্তু তিনি তো সর্বোচ্চ আদালত থেকে দোষী সাব্যস্ত হননি৷ উচ্চ আদালতে মামলা চলাটাও আইনের অংশ৷ আদেশ না হওয়া পর্যন্ত তাঁকে সাজাপ্রাপ্ত বলা যাবে না৷ তখন তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছিল এই গ্রাউন্ডে যে, উনি ভোটের দিন নির্বাচনে বাধা দিতে পারেন? অথচ উনি কারাগারে৷ এই কারণে বলি, নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের গ্রহণযোগ্যতা অনেকাংশেই নষ্ট করে ফেলেছে৷ এখন কিছু রিকভার করার সুযোগ এসেছে তাদের সামনে৷ খালেদা জিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করে তারা এই কাজটি শুরু করতে পারে৷''
বিশ্লেষকের মত
হঠাৎ করে আবারও কেন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়া হচ্ছে? এর মধ্যে এমন কি কিছু ঘটেছে, যাতে খালেদা জিয়ার মনোনয়ন বৈধ হতে পারে? জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘না, এই ৫ মাসের মধ্যে এমন কিছু ঘটেনি, যাতে নতুন করে খালেদা জিয়ার মনোনয়ন বৈধ হতে পারে৷'' তাহলে কেন খালেদা জিয়াকে প্রার্থী করা হয়েছে? জবাবে তিনি বলেন, ‘‘বিএনপি আইনজীবী ভারাক্রান্ত একটি দল৷ তাঁরা ভুল করার কথা না৷ আমার মনে হয় খালেদা জিয়ার নামটি আলোচনায় রাখার জন্যই তাঁরা এই কাজটি করেছেন৷ আর কোনো সমঝোতা ভেতরে হচ্ছে কিনা, সেটা তো বাইরে থেকে বলা মুশকিল৷ তাই সামনে কী হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে৷''
আইন সচিবকে আইনি নোটিশ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতর করতে চেয়ে সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী৷ মঙ্গলবার রেজিষ্ট্রি ডাকযোগে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান৷ ২৪ ঘণ্টার সময় দিয়ে আইন সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে৷ এ সময়ের মধ্যে জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে৷
এ ব্যাপারে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘‘গত ১২ মে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে৷ ওই প্রজ্ঞাপন অনুযায়ী, খালেদা জিয়ার মামলা শুনানির জন্য পুরাতন ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে আদালত (বিশেষ জজ আদালত-৯) স্থানান্তর করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই প্রজ্ঞাপন খালেদা জিয়া ও আমরা বেআইনি বলে মনে করি৷ কারণ, সংবিধানের ৩৫ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, যে-কোনো বিচার হতে হবে উন্মুক্তভাবে৷ কারাগারের একটি কক্ষে উন্মুক্তভাবে বিচার হতে পারে না৷ ফলে এই প্রজ্ঞাপন সংবিধান বিরোধী৷ কোথায় কারাগার স্থানান্তরিত হতে পারে, তা ফৌজদারি কার্যবিধি আইনে উল্লেখ আছে৷ সুতরাং সংবিধান ও ফৌজদারি আইনের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে৷''