1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার বাড়ির গেইটে নিরাপত্তাকর্মী

৫ ডিসেম্বর ২০২২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা'–এর সামনে রাস্তার দুই দিকে পুলিশ পাহারা দিচ্ছে৷ বাড়ির ভেতরে কেউ গেলে বা বের হলে পুলিশ তল্লাশি করে, জানিযেছেন প্রধান ফটকে দায়িত্বরত একজন নিরাপত্তাকর্মী৷

https://p.dw.com/p/4KTAN
ফাইল ছবিছবি: bdnews24.com

তবে পুলিশ এ বিষয়ে বলেছে, সন্দেহজনক কোনো গাড়ি বা পথচারী চলাচল করলে তারা তল্লাশি করে৷

গত শনিবার রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসার সামনে নিরাপত্তাচৌকি বসানো হয়৷  আজ সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নিরাপত্তাচৌকিতে কোনো যানবাহন বা পথচারীকে তল্লাশি করতে দেখা যায়নি৷ এই রাস্তায় অন্যান্য যানবাহনের মতো রিকশাও চলাচল করলেও গতকাল রোববার বেলা ২টা পর্যন্ত রিকশা চলাচল বন্ধ রেখেছিল পুলিশ৷

খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, আজ (সোমবার) ম্যাডামের বাড়িতে বাইরে থেকে কেউ আসেননি বা কেউ ভেতরে ঢোকেননি৷ কেউ ভেতরে গেলে বা বাইরে বের হলে পুলিশ তাঁদের তল্লাশি করে৷ সাধারণত মেডিকেল টিম ছাড়া ম্যাডামের বাড়িতে কেউ আসেন না বা যান না৷

নিরাপত্তাচৌকিতে দায়িত্বরত গুলশান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, সড়কের দুই পাশে আটজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন৷

নিরাপত্তাচৌকিতে দায়িত্বরত গুলশান থানার উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এই সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁরা দায়িত্ব পালন করছেন৷ সন্দেহজনক কোনো গাড়ি বা পথচারী চলাচল করলে সেগুলো তল্লাশি করছেন তাঁরা৷

বিএনপি বলছে ১০ ডিসেম্বর ঢাকায় তাদের সমাবেশ সামনে রেখে খালেদা জিয়ার বাড়ির সামনে পুলিশের এ নিরাপত্তাচৌকি বসানো হয়েছে৷ যেমন এর আগে (২০১৩ সালে ২৯ ডিসেম্বর) ‘ফিরোজা’র সামনের রাস্তায় দুটি ট্রাক দাঁড় করিয়ে খালেদা জিয়ার বাড়ি অবরুদ্ধ করা হয়েছিল৷ ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যেতে চাইলে পুলিশের বাধায় গুলশানের বাসা থেকে বের হতে পারেননি তিনি৷

এনএস/কেএম (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য