1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

৫ আগস্ট ২০২৪

বঙ্গভবনে রাষ্ট্রপতির বৈঠকে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বৈঠকে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷

https://p.dw.com/p/4j8j8
খালেদা জিয়া
২০১৮ সাল থেকে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছবি: A.M. Ahad/picture alliance/AP Photo

রাষ্ট্রপতির উপপ্রেসসচিব মুহা. শিপলু জামানের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সর্বসম্মতিক্রমে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাম্প্রতিক বিভিন্ন মামলায় আটককৃতদেরও অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলমান লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে৷ এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও একমত হন সবাই৷ 

সভায় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়৷

সভায় বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, জাকের পার্টি, বাংলাদেশ খেলাফতে মজলিস, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷

জেডএ/এফএস

গণভবনে হাজারো জনতা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান