খালেদা জিয়া আবার হাসপাতালে
১৩ জুন ২০২৩বিজ্ঞাপন
সোমবার দিনগত রাতে হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন৷
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, 'ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়৷'
রাত ১টা ২০ মিনিটে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন৷ পরে ১টা ৪০ মিনিটে তিনি হাসাপাতালে পৌঁছান৷
এর আগে, গত ৪ মে চিকিৎসা শেষে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া৷
এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)