খালি বোতলের জন্য বার্লিনে গাড়ি চুরি
৩১ জানুয়ারি ২০২২বোতলগুলির বিনিময়ে বেশ কিছু টাকা পাওয়া যেতে পারে বলে ভেবেছিলেন তারা৷ জেরায় তারা মাদক সেবনের কথা স্বীকার করেছেন৷
কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্ব্যবহারযোগ্য বোতল পেতে গাড়ি চুরির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে৷ ৩১ বছর ও ৪১ বছর বয়সি দুই সন্দেহভাজন মাদক সেবন করেছিলেন৷ রোববার একটি হোন্ডা গাড়ি তাদের চোখে পড়ে৷ গাড়িটিতে বেশ কিছু পুনর্ব্যবহারযোগ্য বোতল ছিল৷ জেরায় তারা জানিয়েছেন, ফাঁকা জায়গায় গিয়ে বোতলগুলি হাতিয়ে গাড়ি ফেলে পালানোর পরিকল্পনা ছিল তাদের৷
অন্য অনেক দেশের মতো জার্মানিতেও এরকম ব্যবহৃত বোতলের বিনিময়ে নগদ টাকা পাওয়া যায়৷ ব্যবহৃত বোতলের দাম আট টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত হতে পারে৷ তবে গাড়িটিতে কয়টা বোতল ছিল তা স্পষ্টভাবে জানা যায়নি৷
চুরি, মাদক, বিস্ফোরক নিয়ে তদন্ত
দুই ব্যক্তি ওই গাড়িটি চুরি করে দিব্যি চালাচ্ছিলেন৷ তবে তাদের বেপরোয়া গতি দেখে পুলিশের সন্দেহ হয়েছিল৷ তাদের থামাতে গেলে গাড়ির গতি বাড়িয়ে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেছিলেন তারা৷ বেপরোয়া গাড়িটি পার্ক করে রাখা দুটি গাড়িকে ধাক্কা দেয়৷ দ্বিতীয় বার ধাক্কা মারার পর, দুই ব্যক্তি গাড়ি থেকে লাফ দেন৷ পুলিশ তাদের পাকড়াও করে৷
চুরি, বেপরোয়া গাড়ি চালানো, বিস্ফোরক ও মাদক আইন লঙ্ঘন-সহ বেশ কয়েকটি ধারায় এই দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ এই নিয়ে তদন্ত করেছে পুলিশ৷ চুরি যাওয়া গাড়ি ফেরত পেয়েছেন গাড়ির মালিক৷
২০১৮ সালের ছবিঘরটি দেখুন...