খারকিভে রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের সেনারা
১১ সেপ্টেম্বর ২০২২টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের চিফ কমান্ডার জেনারেল ভেলেরিয়ে জালুজনি জানান, সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনের সেনারা রাশিয়ার দখলকৃত তিন হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে৷
তিনি বলেন, দেশটির খারকিভে রাশিয়ার সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইউক্রেনের সেনারা৷ খারকিভের দক্ষিণ এবং পুর্বাঞ্চলে এগিয়ে যাচ্ছে তারা৷
খারকিভে সেনাদের এই অগ্রগতিকে বড় সাফল্য হিসেবে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি৷ তার আশা, শক্তিশালী অস্ত্র হাতে পেলে আসছে শীতের মধ্যে ইউক্রেনের সেনারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে৷
রাজধানী কিয়েভের একজন সামরিক বিশেষজ্ঞ ওলেহ যানোভ বলেন, খারকিভে ইউক্রেনের সেনাদের এই অগ্রগতির ফলে লুহানস্কেও তাদের এগিয়ে যাওযার পথ প্রশস্ত হবে ৷
গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাদের খারকিভ অঞ্চলের অগ্রগতির কথা জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও৷
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রলালয় শনিবার জানিয়েছে, খারকিভ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে রাশিয়ান সৈন্যদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে৷ পার্শ্ববর্তী দোনেৎস্কে শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেনাদের এই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানানো হয়৷
আরআর/এফএস (রয়টার্স)