খারকিভে বেয়ারবক, আরো সাহায্যের প্রতিশ্রুতি
১১ জানুয়ারি ২০২৩সমানে বিমানহানা হচ্ছে বলে ইউক্রেনে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক তাই পোল্যান্ড থেকে সারারাতের ট্রেনে ইউক্রেন এসে পৌঁছান। জার্মানির পূর্ণ মন্ত্রীদের মধ্যে তিনিই প্রথম খারকিভের অবস্থা সরেজমিনে দেখলেন।
বেয়ারবকের সঙ্গে ছিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা এবং জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। খারকিভের গভর্নর জানিয়েছেন, বেয়ারবক খারকিভ থেকে চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর রাশিয়ার গোলাবর্ষণ শুরু হয়। তিনি বলেছেন, শহরের মানুষ যেন আশ্রয়স্থলের বাইরে না আসেন।
যেখানে যুদ্ধ হচ্ছে, এমন একটা শহর দেখতে চেয়েছিলেন বেয়ারবক।
সাহায্যের প্রতিশ্রুতি
বেয়ারবক জানিয়েছেন, এখন ইউক্রেনে ভয়ংকর ঠান্ডা। তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় তিনি যুদ্ধবিধ্বস্ত মানুষগুলির কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনতে চেয়েছিলেন। সেজন্যই খারকিভে গিয়েছিলেন।
বেয়ারবকের সফরসঙ্গী ডিডাব্লিউর সংবাদিক ম্যাক্স জান্ডের জানিয়েছেন, বেয়ারবক এই শীতে রাশিয়ার আক্রমণের প্রভাব বিদ্যুৎ, জল, হিটিংয়ের মতো অত্যাবশ্যকীয় পরিষেবার উপর কীভাবে পড়ছে, তা দেখতে চেয়েছিলেন। তিনি বাচ্চাদের একটি হাসপাতালও পরিদর্শন করেন।
বেয়ারবক জানিয়েছেন, জার্মানি ইউক্রেনকে সমর্থন ও সাহায্য করে যাবে। তারা ইউক্রেনকে আরো কম্বল ও জেনারেটর দেবে। অস্ত্রও দেবে। বেয়ারবক জানিয়েছেন, তিনি চান এখনও রাশিয়ার দখলে থাকা জমিতে যে সব ইউক্রেনের নাগরিক আছেন, তাদের মুক্ত করতে হবে।
ইউক্রেন জার্মানির কাছ থেকে লেপার্ড ২ কামান চায়। তবে জার্মান সরকার এখনও তাদের সেই কামান দিতে রাজি হয়নি।
জিএইচ/এসজি(এপি, এএফপি)সংগাত