কয়লা খনিতে পর্যটন
পরিত্যাক্ত কয়লা খনির এলাকাকে কীভাবে পর্যটন কেন্দ্রে পরিণত করেছে জার্মানির পূর্বপ্রান্তের লুজাটিয়া৷ চলুন দেখে নিই ছবিঘরে৷
খনি থেকে পর্যটনে
অতীতে পূর্ব জার্মানির লুজাটিয়ার কয়লাখনিতে ৬৫ হাজার লোক কাজ করত৷ ১৯৯০-এর দশকে খনি বন্ধের পর হাজার হাজার মানুষ চাকরি হারায়৷ এই বেকারদের ক্ষতিপূরণ প্রদানে শুরু হয় ওই এলাকায় পর্যটন কেন্দ্র বানানোর কাজ৷ সেই পথ ধরে সেখানকার প্রায় ৩৭ হাজার একর এলাকা এখন ইউরোপের সবচেয়ে বড় জলকেলির জায়গা৷
পরিপূর্ণ রূপান্তর
উন্মুক্ত কয়লা খনির ওই জায়গা বর্তমানে জেনফটেনব্যার্গ লেক আর সৈকত ও সূর্যস্নানের জায়গা৷ এক সময় পূর্ব জার্মানির জ্বালানি খাত কয়লার উপর নির্ভরশীল থাকলেও ১৯৯০ সালে দুই জার্মানির পুনরেকত্রীকরণের পর পরিস্থিত পালটে যায়৷ তখন ডজন ডজন কয়লাখনি বন্ধ হতে থাকলে সেগুলোকে ভিন্ন কাজে ব্যবহারের চিন্তা শুরু হয়৷
চারিদিকে জল আর জল
লুজাটিয়ার ২৫টি কূপ লেকের মধ্যে লেক গ্রোসব়্যাশেন ও লেক পার্টভিৎস-এর বিস্তৃতি ব্র্যান্ডেনবুর্গ ও স্যাক্সোনি রাজ্যের সীমানা ঘেঁষে৷ এই দুই লেকের পানির উচ্চতা স্থিতিশীল রাখতে সেখানে নদী থেকে পানি প্রবাহিত করা হয়৷ কৃত্রিমভাবে না করলে বৃষ্টি ও পাতালের পানিতে এই জায়গা পূর্ণ হতে সময় লাগতো ৮০ থেকে ১০০ বছর৷
খনির স্বাদ
লেক গ্রোসব়্যাশেন এলাকার উঁচু জায়গায় ইয়োহানিটার ও পিনোটিন জাতের আঙ্গুর ফলান করনেলিয়া ভোবার৷ ওয়াইন বিশেষজ্ঞরা বলছেন, ব্র্যান্ডেনবুর্গের অ্যাসিড সমৃদ্ধ মাটি ভিটিকালচারের জন্য উপযোগী৷ সেখানকার আঙ্গুরের তৈরি প্রথম ওয়াইন বাজারে আসে ২০০৮ সালে৷
যেন আরেক ক্যারিবিয়ান
কয়লাখনির চুনের কারণেই লেক পার্টভিৎসের পানি এমন ঝলমলে ফিরোজা রঙ ধারণ করেছে৷ এ পানি উদ্ভিদ ও প্রাণীর বসবাসের উপযোগী না হলেও সাঁতারুদের জন্য নিরাপদ৷ লোয়ার লুজাটিয়ার গায়ার্সভালডের খনিতে তৈরি করা হয়েছে এই লেক পার্টভিৎস, যেটি ২০১৫ সালে পুরোপুরি বন্যায় ভেসে গিয়েছিল৷
জার্মানির সর্ববৃহৎ সাঁতারের লেক
২০১৯ সালের শুরুতে কোটবুস এলাকার লেক ওসটজে-তে পানি প্রবাহিত করা শুরু করে জ্বালানি গ্রুপ এলইএজি৷ এভাবে পানিতে ভরাট করে ওই এলাকা সাধারণের জন্য উন্মুক্ত করতে সময় লাগবে ২০২৫ সাল পর্যন্ত৷ এর আগে ২০১৮ সালে ওই গ্রুপ সেখানে পানি প্লাবিত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু নদীতে পানির গভীরতা কমে যাওয়ায় তা শেষ পর্যন্ত থেমে গিয়েছিল৷
জমি প্রস্তুতকরণ
কয়লা খনির কূপগুলোকে লেকে রূপান্তরিত করার কাজ এত সহজ নয়৷ ভূমিধস ঠেকানোর জন্য ভঙ্গুর মাটিকে সংকুচিত করা লাগে৷ এক্ষেত্রে বিশেষ ভাইব্রো-কমপ্রেশন প্রযুক্তি ব্যবহার করতে হয়৷
নাখটারস্টেড্টে দুর্যোগ
পূর্ব সতর্কতা না নিলে এক্ষেত্রে দুর্যোগ অনিবার্য৷ ২০০৯ সালের ১৮ জুলাই মধ্য জার্মানির লেক কনকোর্ডিয়ার দক্ষিণ উপকূলে বড় আকারের ভূমিধসে তিনটি বাড়ি উপড়ে যায় এবং তিনজন মারা যান৷ পরে এক তদন্তে দেখা যায়, পানির স্তরে চাপ এবং পানির নীচে ভঙ্গুর মাটির কারণে ওই দুর্ঘটনা ঘটেছিল৷
নবায়নযোগ্য শক্তির ভবিষ্যত?
কয়লাখনি এলাকায় নতুনভাবে কিছু করতে উদ্যোগ নিচ্ছে গ্রিনপিস এনার্জি নামক প্রতিষ্ঠান৷ নবায়নযোগ্য শক্তি উৎপাদনের বড় প্ল্যান্ট বসাতে ২০২০ সালে আরডাব্লিউই গ্রুপ থেকে উন্মুক্ত কয়লাখনিগুলো কিনে নিতে চায় প্রতিষ্ঠানটি৷ ওই এলাকায় আরডাব্লিউই গ্রুপের উৎপাদিত বিদ্যুতের এক-চতুর্থাংশ উৎপাদনের আশা দেখাচ্ছে তারা৷
খনি থেকে কয়লা উত্তোলন কার্যক্রমে সমাপ্তির পথে রয়েছে জার্মানি৷ এ অবস্থায় পরিত্যাক্ত খনিকে ভিন্ন কাজে ব্যবহারের চিন্তা করা হচ্ছে৷ এমন চিন্তা থেকে কয়লা খনির কূপগুলোকে ইতোমধ্যে পর্যটন কেন্দ্রে পরিণত করেছে জার্মানির পূর্বপ্রান্তের লুজাটিয়া৷
টেরেসা ক্রিনিনগার/এমবি/জেডএইচ