ক্ষুধা দূর করতে এগিয়ে আসুন
১৫ অক্টোবর ২০১৩ভেল্টহুঙ্গারহিল্ফে বা বিশ্ব ক্ষুধা ত্রাণ – জার্মানির বৃহত্তর খাদ্য সহায়তা এনজিও৷ ১৯৬২ সালে এর পথচলা শুরু৷ এরপর থেকে প্রতিবছর দারিদ্র্য ও অপুষ্টির বিরুদ্ধে জার্মানদের অবস্থান নিতে এই সপ্তাহের আয়োজন করে আসছে এনজিওটি৷ রোববার জার্মান ফুড ওর্গানাইজেশন ভেল্টহুঙ্গারহিল্ফে অ্যাকশান উইক অন ওয়ার্ল্ড হাঙ্গারের উদ্বোধন করেন জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷ বলেন, একজন মানুষ যদি এক হাজার দিন খাদ্যাভাবে থাকেন, তবে তাঁর জীবন থেকে ভালো সুযোগগুলো হারিয়ে যেতে বাধ্য৷ তাঁর মতে, পুষ্টিকর খাদ্য পাওয়া প্রতিটি মানুষের মানবাধিকার৷
১৬ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবসকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের মধ্যে বিক্ষোভ-মিছিল, চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনী, আলোচনাসহ পুরো দেশে নানা আয়োজন থাকে৷
বিশ্বের ৮৪ কোটি ২০ লাখ মানুষ খুব তাড়াতাড়ি খাদ্যাভাবে পড়বে, যা হতে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেন ঐ বেসরকারি সংগঠন বা এনজিও-টির কর্মকর্তারা৷ প্রতি বছর ৩১ লাখ শিশু খাদ্যাভাবে মারা যায়, প্রতি দশ সেকেন্ডে একজন৷ সব মিলিয়ে প্রতি বছর খাদ্যাভাবে মারা যায় বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ৷
এই আয়োজনের মাধ্যমে জার্মানদের উৎসাহিত করা হয়, যাতে তাঁরা স্কুলে অনুষ্ঠান ও নানা কনসার্টের মাধ্যমে তহবিল গঠন করেন৷ মানবাধিকার সংস্থা এফআইএএন-এর কর্মকর্তা রোমান হেরে ডয়চে ভেলেকে জানিয়েছেন, তিনি এই এনজিও-র কাজে আস্থা রাখেন৷ তাঁর মতে, এ ধরনের আয়োজন যদি মানুষকে নাড়া দিতে পারে তাহলে ইতিবাচক কাজ হওয়া সম্ভব৷
হেরে জানালেন, এই আয়োজনের ফলে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে৷ এ বছরের জানুয়ারি মাসে বার্লিনে ২৫ হাজার মানুষ ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে বিক্ষোভ করে৷ তাদের স্লোগান ছিল, যথেষ্ট হয়েছে, আর নয়৷
তবে সাবেক রেডিও সাংবাদিক কুর্ট গেরহার্ট ডয়চে ভেলেকে বললেন, বিক্ষোভ আর আলোচনার মাধ্যমে ইউরোপের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি যথেষ্ট নয়৷ তাঁর মতে, যেসব স্থানে দারিদ্র্য রয়েছে, সেখানে গিয়ে কাজ করা উচিত৷ তিনি বলেন, সমস্যাটা তো ইউরোপে নয়, বরং আফ্রিকার মতো দেশেই রয়েছে এ সমস্যা৷ তাই এখানে কাজ না করে সেখানে গিয়ে কাজ করা উচিত৷ তবে এনজিও-র কার্যক্রমকেও সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে যাঁরা এ বিষয়ে জানতেন না তাঁরা জানার সুযোগ পাচ্ছেন৷ যাঁরা কখনো এ বিষয়ে অর্থ সহায়তার কথা ভাবেননি, তাঁরাও ভাবছেন দেয়ার কথা৷ এ ধরনের মানুষের জন্য এই আয়োজন উত্তম৷
তবে তাঁর মতে, ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে হলে সে স্থানের অর্থনৈতিক কাঠামোকে বদলাতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে৷ অক্টোবরের ২০ তারিখে শেষ হবে এই সপ্তাহ৷