ক্রিকেট বিশ্বকাপের দলীয় যত রেকর্ড
১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়৷ সেই থেকে এখন পর্যন্ত ১১টি প্রতিযোগিতা আয়োজিত হয়েছে৷ ছবিঘরে থাকছে দলীয় কিছু রেকর্ডের কথা৷
সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন
এখন পর্যন্ত বিশ্বকাপ হয়েছে ১১টি৷ এর মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫) হয়েছে৷ এছাড়া ভারত (১৯৮৩, ২০১১) এবং ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৫, ১৯৭৯) দু’বার করে সেরা হয়েছে৷ পাকিস্তান (১৯৯২) আর শ্রীলঙ্কা (১৯৯৬) চ্যাম্পিয়ন হয়েছে একবার করে৷ এবার কি নতুন কেউ সেরার মুকুট পরতে পারবে? ছবিতে ২০১৫ সালের ট্রফি হাতে অসিদের দেখা যাচ্ছে৷
দলীয় সর্বোচ্চ রান
২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটে ৪১৭ রান করেছিল অস্ট্রেলিয়া৷ উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (ছবি) ১৩৩ বলে ১৭৮ রান করেছিলেন৷ জবাবে আফগানিস্তান ১৪২ রানে অলআউট হয়ে যায়৷ অর্থাৎ, অসিরা জেতে ২৭৫ রানে৷ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল স্কটল্যান্ডের বিপক্ষে, চার উইকেটে ৩২২ রান৷ স্কটল্যান্ডের ৩১৮ রানের জবাবে টাইগাররা ঐ রান তুলেছিল৷
দলীয় সর্বনিম্ন সংগ্রহ
প্রথম দুটি রেকর্ডেরই মালিক ক্যানাডা৷ ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা৷ ছবিতে শ্রীলঙ্কাকে ঐ রান তাড়া করতে দেখছেন৷ এর আগে ১৯৭৯ সালে ইংলিশদের বিপক্ষে ৪৫ রান করেছিল ক্যানাডা৷ এদিকে, বিশ্বকাপে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৫৮ রান৷ ২০১১ সালে ঢাকায় অনুষ্ঠিত ঐ ম্যাচে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ৷
রানের ব্যবধানে সবচেয়ে বড় হার
বিশ্বকাপে সর্বোচ্চ রান হয়েছিল যে ম্যাচে সেই ম্যাচেই সবচেয়ে বড় হারের ঘটনাটি ঘটে৷ ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ঐ ম্যাচে আফগানরা হারে ২৭৫ রানে৷
উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় হার
বিশ্বকাপে ১০ উইকেটে হারের ঘটনা আছে ১১টি৷ এর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ তিনবার এমন হারের লজ্জায় পড়েছিল৷ এছাড়া কেনিয়া ও জিম্বাবোয়ে দু’বার করে ১০ উইকেটে হেরেছে৷
সবচেয়ে কম রানের ব্যবধানে জয়
বিশ্বকাপে সবচেয়ে কম, অর্থাৎ এক রানে হারের ঘটনা আছে দুটি৷ দুটিতেই ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া৷ প্রথমটি ১৯৮৭ সালে৷ সেবার ২৭১ রানের টার্গেট ছিল৷ পরের হারটি এসেছিল ১৯৯২ সালে৷ সেই সময় ২৩৬ রানের টার্গেট পেয়েও জিততে পারেনি ভারত৷
সবচেয়ে কম ব্যবধানে জয় (উইকেট)
বিশ্বকাপে মাত্র এক উইকেটের ব্যবধানে হার আছে ছয়টি৷ এরমধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে, ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়টি৷ ইন্ডিজদের করা ২১৬ রান পেরোতে পাকিস্তানকে শেষ বলটিও খেলতে হয়েছিল৷
সবচেয়ে বেশি এক্সট্রা
১৯৯৯ সালে স্কটল্যান্ডের সঙ্গে খেলায় (ছবি) ৫৯টি অতিরিক্ত রান দিয়েছিল পাকিস্তান৷ এদিকে, বাংলাদেশের সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেয়ার ঘটনাটিও স্কটল্যান্ডের বিপক্ষে, ১৯৯৯ সালে৷ প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা ১৮৫ রান তুলেছিল৷ কিন্তু অতিরিক্ত হিসেবে ৪৪ রান পেয়েও ১৬৩ রানে শেষ হয়ে গিয়েছিল স্কটিশদের ইনিংস৷
টানা সবচেয়ে বেশি জয়
১৯৯৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া৷ ১৯৯৯ সালের ফাইনাল থেকে শুরু করে ২০১১ সালে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত ২৫ ম্যাচ জিতেছিল তারা৷ তবে অসিরা অপরাজিত ছিল ৩৪ ম্যাচে৷ কারণ, ১৯৯৯ সালে সেমিফাইনালে টাই হওয়া ম্যাচের আগেও কয়েকটি ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া৷ আর ২০১১ সালে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আরো দুটি ম্যাচ জেতে তারা৷
টানা সবচেয়ে বেশি হার
১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে দিয়েছিল জিম্বাবোয়ে৷ কিন্তু এর পরের জয়টি পেতে নয় বছর অপেক্ষা করতে হয় তাদের৷ এই সময় ১৮টি ম্যাচ খেলেছিল তারা৷