ক্রিকেট বিশ্বকাপের কিছু অসাধারণ মুহূর্ত
এবারের বিশ্বকাপে রেকর্ডের ছড়াছড়িই শুধু নয়, এই আসর সাক্ষী হয়েছে একের পর এক রোমাঞ্চকর মুহূর্তের৷ তেমনই কিছু মুহূর্ত ও ঘটনা নিয়ে এই ছবিঘর৷
কোহলির ৫০
১৫ নভেম্বর ২০২৩৷ বল হাতে দৌঁড়ে আসছেন কিউই পেসার ফারগুসন৷ ওপারে ব্যাট হাতে ক্যারিয়ারের সবচেয়ে বড় মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তিনি৷ ছোটবেলায় যে মাইলফলককে দূরে তারার মতো জ্বলতে দেখেছেন, সেই লিটল মাস্টারও গ্যালারিতে৷ বলটি লং লেগ ও ডিপ মিডউইকেটের মাঝে ঠেলে দিয়ে দৌঁড়৷ সে দৌঁড়ে ভিরাট কোহলি ছাড়িয়ে গেলেন নায়ক শচীন টেন্ডুলকারকে৷ নায়ককে সম্মান জানাতে ভোলেননি ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরি করা একমাত্র এই ব্যাটসম্যান৷
শামির সাত উইকেট
নিউজিল্যান্ডের বিপক্ষে যে সেমিফাইনালে কোহলির এই কীর্তি, একই ম্যাচে বল হাতে কিউই শিবিরকে ধসিয়ে জয়ের মূল নায়ক বনে গেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামী৷ তার সেদিনের সাত উইকেট এই বিশ্বকাপের সেরা বোলিং স্পেল৷ হার্দিক পান্ডিয়ার ইনজুরির কারণে দলে সুযোগ পেয়ে এবারের বিশ্বকাপে তিনবার গড়লেন পাঁচ উইকেট তুলে নেবার কীর্তি৷ এই মুহূর্তে বিশ্বকাপে পাঁচ উইকেট শিকারিদের শীর্ষে (চারবার) এই বোলিং মায়েস্ত্রো৷
অবিশ্বাস্য ম্যাক্সওয়েল
প্রথমে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি (৪০ বলে) করেও মন ভরেনি তার৷ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচে কিছু একটা নিশ্চিত ভর করেছিল তার ওপর৷ এ বিশ্বকাপের সর্বোচ্চ রানের ইনিংসটির (অপরাজিত ২০১ রান) অর্ধেকই করলেন এক পায়ের ফুটওয়ার্কে৷ ২৯১ রান তাড়া করতে যেখানে পুরো অস্ট্রেলিয়া ব্যাটিং ধসে পড়ল, সেখানে আফগানিস্তানের সেমিফাইনালের স্বপ্ন একাই ধূলিসাৎ করলেন ম্যাক্সওয়েল৷
বিশ্বকাপের প্রথম ‘টাইমড আউট’
ক্রিকেট ইতিহাসে প্রথমবার কেউ ‘টাইমড আউট’ হলেন৷ শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ নিয়ম অনুযায়ী আগের ব্যাটসম্যান আউট হবার দুই মিনিটের মধ্যে বল ফেস করার জন্য প্রস্তুত না হওয়ায় আউটের আপিল করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব৷ নিয়মে থাকায় আম্পায়ার আউট দেন৷ সেদিন বাংলাদেশের জয় ছাপিয়ে সারাবিশ্বের ক্রিকেট অঙ্গনে ঝড় ওঠে এই আপিল ও সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে৷
আফগানিস্তানের জয়রথ
বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হারার পর যেন একরকম জয়ের ভূত চাপে আফগানিস্তানের কাঁধে৷ গুরবাজ-রহমতউল্লাহ-রশিদ খানরা রীতিমত কাঁপন ধরান বড় বড় দলগুলোর শিবিরে৷ প্রথমে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তারপর পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সঙ্গে জয় তুলে সেমিফাইনালে যেতে বড় দলগুলোর কাঁধে কাঁধ রেখে লড়েন তারা৷ অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসটি না হলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত৷
পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া
হায়াদ্রাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কার গ্রুপ ম্যাচটিও ছিল বিশেষ কিছু৷ এ ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতে পাকিস্তান৷ শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ৩৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯তম ওভারেই জয় নিশ্চিত করেন বাবর-রিজওয়ানরা৷ এই ম্যাচে দুই দলের চার খেলোয়াড় সেঞ্চুরি করেন, যেটিও একটি রেকর্ড৷
নেদারল্যান্ডসের আফ্রিকা বধ
নেদারল্যান্ডস ছোট দল হিসেবে এলেও কাউকে ছেড়ে কথা বলেনি৷ তাদের প্রথম চমক ভয়ংকরদর্শন এক সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে৷ ধর্মশালায় প্রথমে ব্যাট করে ২৪৬ রানের টার্গেট দেয় ডাচরা৷ জবাবে প্রোটিয়ারা গুটিয়ে যায় ২০৭ রানে৷
ব্রিটিশদের ভরাডুবি
বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষের হার দিয়ে৷ এরপর বাংলাদেশের সঙ্গে জিতলেও একের পর এক পরাজয় দলটিকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করায়৷ এমনকি আলোচিত হয় অধিনায়কত্ব ও দলের ভেতর নানা সমস্যা নিয়েও৷
রোহিতও সেরা
ভিরাট ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হলেও বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন রোহিত শর্মা৷ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচে ৬৩ বলে সেঞ্চুরি করেন তিনি৷ এ নিয়ে বিশ্বকাপে তার সেঞ্চুরির সংখ্যা সর্বোচ্চ ৭টি৷
মাহমুদুল্লাহর সেঞ্চুরি
দলে নেয়া হবে কি হবে না তা ছিল না নিশ্চিত৷ বোর্ড প্রেসিডেন্টের কথাতেও তা বোঝা যায়নি৷ শেষ পর্যন্ত অভিজ্ঞতাকে দাম দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে টানা হয়৷ তার মান রাখেন মাহমুদুল্লাহ৷ বিশ্বকাপে যেখানে বাংলাদেশের টপঅর্ডাররা খাবি খাচ্ছিলেন, সেখানে তিনি একটি সেঞ্চুরিসহ দলের জন্য সর্বোচ্চ ৩২৮ রান করেন৷ সাউথ আফ্রিকার বিপক্ষে তার ১১১ বলে ১১১ রানের ইনিংসটি সবার প্রশংসা কুড়িয়েছে৷