ক্রাইমিয়া সেতুতে রাশিয়ার নিরাপত্তা জোরদার
৯ অক্টোবর ২০২২এদিকে ঝাপোরিজঝিয়ায় বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷
শনিবার সেতুর উপর দিয়ে যাওয়া একটি ট্রাক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানায়, বিস্ফোরণের পর ক্রাইমিয়াগামী একটি তেলবাহী ট্রেনের সাতটি ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়ে৷ এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানায় মস্কো৷
বিস্ফোরণে সেতুর তিনটি স্প্যান ভেঙ্গে পড়ে৷ তাৎক্ষণিকভাবে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়৷ মেরামত শেষে দশ ঘণ্টা পর পুনরায় যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করা হয়৷
২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর রাশিয়ার সাথে উপদ্বীপটিকে সংযুক্ত করতে ২০১৮ সালে সেতুটি চালু করে মস্কো৷ ইউক্রেনে হামলা চালানোর পর থেকে সেতুটি রাশিয়ার সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে বিবেচিত হচ্ছিল৷ কেননা খেরসন অঞ্চলে যুদ্ধরত রাশিয়ার সেনাদের কাছে অস্ত্র ও অন্যান্য সামগ্রী সরবরাহের গুরুত্বপূর্ণ পথ এটি৷
এই হামলা উদ্দেশ্যমুলক কি না সে বিষয়ে আলোচনার জন্ম নিয়েছে৷ এই বিষয়ে রাশিয়া কিংবা ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি৷
রাশিয়ার উপ-প্রধামন্ত্রী মারাত খুসনুলিন জানান, বিস্ফোরণের ঘটনায় সেতুর ক্ষয়ক্ষতি নিরুপণে রোববার কাজ শুরু করছেন ডুবুরিরা৷
সেতুর নিরাপত্তা বাড়াতে একটি ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট৷ ডিক্রি অনুযায়ী, ক্রাইমিয়াতে যাওয়া গ্যাস ও বিদ্যুতের সংযোগ লাইনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে৷ দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে সেতুর নিরাপত্তা দেখভাল করার জন্য বলা হয়েছে৷
কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রাশিয়া৷
ঝাপোরিজঝিয়ায় রাতভর ক্ষেপণাস্ত্র হামলা
এদিকে রাতভর হামলায়ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝাপোরিজঝিয়ায় ১৭ জন নিহত হয়েছেন৷
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ঝাপোরিজঝিয়ার এক কর্মকর্তা আন্তোলি কুর্টেভ বলেন, রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ঝাপোরিজঝিয়ার আবাসিক ভবন এবং রাস্তাঘাট ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷
উল্লেখ্য ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র ঝাপোরিজঝিয়াতে অবস্থিত৷ বেশ কিছুদিন আগেই ওই বিদ্যুৎকেন্দ্রের দখল নিয়েছিল রাশিয়ার সেনা৷
আরআর/এফএস (এপি, এফপি. ডিপিএ, রয়টার্স)