ক্রাইমিয়া ব্রিজ-বিস্ফোরণ: রাশিয়ার হাতে গ্রেপ্তার আট
১৩ অক্টোবর ২০২২ক্রাইমিয়া ব্রিজে বিস্ফোরণ নিয়ে প্রথম থেকেই সরব রাশিয়া। যেখানে বিস্ফোরণ হয়েছে, তা ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগের অন্যতম রাস্তা। রাশিয়া প্রথম থেকেই ইউক্রেনের দিকে আঙুল তুলেছে। কিন্তু ইউক্রেন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। বুধবার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, ঘটনার সঙ্গে যে ইউক্রেন সরাসরি যুক্ত, তার প্রমাণ তারা পেয়েছে। এই ঘটনার পিছনে ইউক্রেনের গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানোভ সরাসরি যুক্ত বলে মস্কোর দাবি।
এফএসবি জানিয়েছে, বুধবার মোট আটজনকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে পাঁচজন রাশিয়ার নাগরিক, বাকি তিনজন ইউক্রেন এবং আর্মেনিয়ার নাগরিক। ইউক্রেন অবশ্য জানিয়েছে, রাশিয়ার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
চলতি সপ্তাহেই ক্রাইমিয়ার কার্চ ব্রিজে বিস্ফোরণ হয়েছিল। নাটকীয় ফুটেজে দেখা যায়, ব্রিজে ওঠার পর একটি ট্রাকে বিস্ফোরণ হয়। যার জেরে ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে। এই ব্রিজটি রাশিয়া এবং ক্রাইমিয়ার মধ্যে অন্যতম সংযোগসেতু।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই রাশিয়ার সেনা খেরসন অঞ্চল দখল করেছিল। এই ব্রিজটির মাধ্যমেই সেখানে রাশিয়া নিয়মিত যুদ্ধের রসদ পাঠিয়েছে। বিস্ফোরণের ফলে খেরসন অঞ্চলের সঙ্গে রাশিয়ার সংযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়েছে।
রাশিয়ার তদন্তে উঠে এসেছে যে, ব্রিজে বিস্ফোরণ ঘটানোর জন্য ২২ হাজার কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। বুলগেরিয়া, আর্মেনিয়া, জর্জিয়ার মধ্য দিয়ে সেই বিস্ফোরক প্লাস্টিকে মুড়ে ঘটনাস্থলে পাঠানো হয়।
ইউক্রেন অবশ্য গোড়া থেকেই বলছে, তারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত নয়। তবে ব্রিজে বিস্ফোরণ নিয়ে আনন্দ প্রকাশ করেছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
জি ৭ এর সংকল্প
জি ৭ এর বৈঠকে বিশ্ব নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, যতদিন ইউক্রেন যুদ্ধ চলবে, ততদিন সবরকমভাবে ইউক্রেনের পাশে দাঁড়ানো হবে। ইউক্রেনকে আরো অর্থনৈতিক সাহায্য করা হবে। পাশাপাশি রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধের আবেদন করা হয়েছে। সামরিক এবং মানবিক সাহায্য ছাড়াও ইউক্রেনের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, এপি)