ক্রস ফায়ার বন্ধ না হলে আইনী ব্যবস্থা
৬ জুলাই ২০১০ব়্যাব মহাপরিচালক বলেছেন, তাঁর বাহিনীর যারাই আইন লংঘন করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ এ পর্যন্ত ৯ শ‘ ব়্যাব সদস্যকে শাস্তি দেয়া হয়েছে৷
ব়্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বিকেলে হাজির হন মানবাধিকার কমিশেন৷সেখানে তিনি প্রায় একঘন্টা বৈঠক করেন৷ বৈঠকে ব়্যাবের ক্রসফায়ার ও মানবাধিকার লংঘনের অভিযোগের বিষয়ে আলোচনা হয়৷ আলোচনা হয় ব়্যাব হেফাজতে নিখোঁজ ব্যক্তিদের নিয়ে৷ ব়্যাব মহাপরিচালক জানান, তাঁর বাহিনীর কোন সদস্য মানবাধিকার লংঘন করলে তাঁকে রেহাই দেয়া হয়না৷ প্রতিটি ঘটনার তদন্ত এবং দায়িদের শাস্তি হয়৷
ব়্যাবের বিরুদ্ধে বিচার বর্হিভূত হত্যাকান্ডের অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান৷ বলেন, ক্রসফায়ার বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে৷ কমিশন চেয়ারম্যান জানান, ব়্যাবসহ আইন-শৃংখলাবাহিনীর সদস্যদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণেরও আয়োজন করা হবে৷ সবার মধ্যে আস্থার পরিবেশ গড়ে তুলতে চান তিনি৷ এজন্য পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গেই কথা বলবেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ