ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, গৃহহীন কয়েকহাজার মানুষ
হলিউডে বেশ কিছু ছবির প্রিমিয়ার শো বন্ধ করে দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসে আগুন ছড়াচ্ছে দ্রুত। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দানবীয় দাবানল
লস অ্যাঞ্জেলেস থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। গভর্নর জানিয়েছেন, প্রচুর বাড়িতে আগুন লেগে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত হাওয়ার দাপটে আগুন আরো ছড়ানোর কথা বলা হয়েছে।
১৬০ কিলোমিটার বেগে হাওয়া
পাহাড়ি অঞ্চলে সময় সময় ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইছে। এই সমস্ত অঞ্চলে দীর্ঘদিন বৃষ্টি হয়নি। ফলে শুষ্ক হাওয়ার সঙ্গে ছড়াচ্ছে আগুন। পাঁচ লাখ মানুষের বাড়িতে আলো নেই। আগুন না নিভলে বিদ্যুৎ ফেরানো অসম্ভব। দমকলকর্মীরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
বন্ধ প্যাসিফিক কোস্ট হাইওয়ে
আগুন ছড়ানোর ভয়ে প্যাসিফিক কোস্ট হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাইওয়ের খুব কাছে পৌঁছে গেছে দাবানল। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আগুন ছড়ানোর লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোখের পলকে আগুনের শিখা রাস্তা পার করে ঘরের পর ঘর জ্বালিয়ে দিয়েছে। হাতের কাছের জিনিস নিয়ে মানুষ পালাতে বাধ্য হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ফল
পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সওয়াইন ডিডাব্লিউকে জানিয়েছেন, শুকনো হাওয়া ব্লোয়ারের কাজ করছে। দাবানল ছড়িয়ে দিতে সাহায্য করছে প্রবল হাওয়া। এবছরের মতো এত শুকনো মরসুম ক্যালিফোর্নিয়া আগে কখনো দেখেনি।
জো বাইডেনের সফর বাতিল
আর কয়েকদিনের মধ্যেই বিদায় নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে ক্যালিফোর্নিয়ায় সফর করার কথা ছিল তার। দাবানলের কারণে সেই সফর বাতিল করা হয়েছে।
বাতিল ছবির প্রিমিয়ার
ক্রিস্টোফার অ্যাবটের 'উলফ ম্যান' এবং জেনিফার লোপেজের নতুন ছবি 'আনস্টপেবলে'র প্রিমিয়ার বন্ধ করে দিয়েছে হলিউড। এমন পরিস্থিতি চলতে থাকলে শুটিংও বন্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।