ক্যালিফোর্নিয়ায় আততায়ীর গুলি: নিহত অন্তত ১০
২২ জানুয়ারি ২০২৩লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকার খবর অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ১০টায় মনটেরি পার্কে হামলার ঘটনা ঘটে৷ এ সময় চীনা নববর্ষের একটি নাচের অনুষ্ঠান হচ্ছিলো৷
স্থানীয় কাউন্টি পুলিশের বরাতে জানা গেছে, নিহত ১০ জন ছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ১০ জন৷ তবে হামলার কয়েক ঘণ্টা পরও পুলিশ সন্ত্রাসী হামলাকারীকে ধরতে পারেনি৷
‘‘সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়েছে এবং এখনো ধরা পড়েনি,'' সাংবাদিকদের বলেন স্থানীয় শেরিফ পুলিশ দপ্তরের মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্ড্রু মেয়ের৷
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, পুলিশ অনেকগুলো গাড়ি ঘটনাস্থলে অবস্থান করছে৷ বেশ কয়েকটি রাস্তা ঘিরে রেখেছেন তারা৷
লস অ্যাঞ্জেলসের পূর্বদিকে মনটেরি পার্ক শহর৷ এখানে রয়েছেন প্রায় ৬০ হাজার বাসিন্দা৷ তাদের অনেকেই এশীয় বংশোদ্ভূত৷
লস অ্যাঞ্জেলস সিটি কন্ট্রোলার কেনেথ মেজিয়া টুইট বার্তায় শোক প্রকাশ করেন৷ তিনি লিখেছেন, ‘‘প্রতিবেশী শহর মনটেরি পার্কে বন্দুক হামলায় যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি৷''
শনিবার দুইদিন ব্যাপী চান্দ্র মাসভিত্তিক নববর্ষ বা লুনার নিউ ইয়ার ফেস্টিভাল শুরু হয়৷
জেডএ/এডিকে (রয়টার্স, এপি)