ক্যানসারের যে ধরনের চিকিৎসা সম্ভব
ক্যানসার চিকিৎসার নানা উপায় রয়েছে৷ রোগের ধরন, মাত্রা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী সেগুলো অবলম্বন করা হয়৷ চলুন জেনে নেই ক্যানসার চিকিৎসার সাত উপায় সম্পর্কে৷
সার্জারি
একজন রোগীর দেহ থেকে ক্যানসারের জীবাণু বের করে ফেলতে অনেক সময় সার্জারি করা হয়৷ এক্ষেত্রে চিকিৎসকরা ছোট এবং পাতলা ছুরি ব্যবহার করে চামড়া, মাংস, এমনকি কখনো কখনো হাড় কেটেও রোগীর ক্যানসার আক্রান্ত অংশ বের করে আনেন৷ এই অপারেশনের সময় ব্যথা অনুভূত না হলেও পরবর্তীতে চামড়ার ক্ষত শুকাতে বেশ সময় লাগে এবং সেই সময় তীব্র ব্যথা অনুভূত হয়৷
রেডিয়েশন থেরাপি
রেডিয়েশন থেরাপি বা রেডিওথেরাপিতে উচ্চমাত্রার রেডিয়েশন ব্যবহার করে ক্যানসার সেল ধ্বংস করা হয় এবং টিউমার ছোট করে ফেলা হয়৷ বিষয়টি অনেকটা এক্স-রে’র মতো৷ এক্সরে-তে কম মাত্রার রেডিয়েশন ব্যবহার করা হয়৷ ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে মাত্রাটা বেশি৷
কেমোথেরাপি
কেমোথিরাপির মাধ্যমে আসলে ঔষধ ব্যবহার করে ক্যানসার সেল ধ্বংস করা হয়৷ এই প্রক্রিয়ায় ক্যানসার সেলের বৃদ্ধি থামানো কিংবা কমানো হয়৷ অনেক সময় শরীরের ভেতরে ক্যানসার টিউমারের আকার ছোট করে ব্যথা কমাতেও কেমোথেরাপি ব্যবহার করা হয়৷
ইমিউনথেরাপি
ইমিউনথেরাপির মাধ্যমে আসলে একজন ক্যানসার রোগীর শরীরের ইমিউন সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করা হয়৷ এটি একটি বায়োলজিক্যাল থেরাপি৷
টার্গেটেড থেরাপি
টার্গেটেড থেরাপির ক্ষেত্রে ক্যানসার সেলের বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ বের করে তা প্রতিরোধে প্রয়োজনীয় ঔষধ ব্যবহার করা হয়৷ এক্ষেত্রে চিকিৎসকরা একজন রোগীকে নিয়ে যত গবেষণা করেন, ততই নির্ভুলভাবে রোগ প্রতিরোধের উপায় বের করতে পারেন৷
হরমোনথেরাপি
যেসব ক্যানসার হরমোন ব্যবহার করে শরীরের মধ্যে বৃদ্ধি ঘটায়, সেগুলো প্রতিরোধে হরমোনথেরাপি ব্যবহার করা হয়৷ এই থেরাপির মাধ্যমে রোগ নিরাময় করা হলে তা আবার ফিরে আসার ঝুঁকি কম থাকে৷
স্টেম সেল ট্রান্সপ্লান্ট
উচ্চমাত্রার কেমোথেরাপি বা রেডিয়েশনথেরাপি ব্যবহারের ফলে যেসব ক্যানসার রোগীর শরীরের রক্ত উৎপাদনকারী স্টেমসেল ধ্বংস হয়ে যায়, তাদের চিকিৎসায় স্টেম সেল ট্রান্সপ্লান্ট থেরাপি ব্যবহার করা হয়৷ এই প্রক্রিয়ায় রোগীর শিরায় সিরিঞ্জের মাধ্যমে স্বাস্থ্যবান স্টেমসেল প্রবেশ করিয়ে দেয়া হয়৷ এরপর সেগুলো বোন মেরো০তে পৌঁছে কাজ শুরু করে৷
প্রিসিশন মেডিসিন
এই প্রক্রিয়ায় একজন ক্যানসার রোগীর ‘জেনেটিক্যাল’ পরিস্থিতি পর্যালোচনা করে চিকিৎসকরা তাঁর জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেন৷ কেউ কেউ এটাকে ‘পার্সোনালাইজড মেডিসিন’-ও বলেন৷ তথ্যসূত্র: ক্যানসার ডটগভ