ক্যানসারের চিকিৎসায় আয়ন রশ্মি
৩ মে ২০১৪জার্মানির হাইডেলব্যার্গ শহরে ক্যানসারের মোকাবিলায় আয়ন রশ্মির চিকিৎসা বিশ্ববিখ্যাত৷ রোগীরা এখানে যথেষ্ট উপকার পান৷ অ্যাকসিলারেটরের আঙটির মতো দেখতে গতিপথ থেকে আয়ন সৃষ্টি হয়৷ বৈদ্যুতিক চার্জে ভরা কণিকাগুলির শুধু গতি বাড়ানো হয় না, সেগুলিকে জুড়ে রশ্মি তৈরি করা হয়৷
এরপর সেই রশ্মি নিখুঁতভাবে ক্যানসারের টিউমারের উপর নিক্ষেপ করা হয়৷ সেই ধাক্কায় শুধু ‘ম্যালিগনেন্ট' কোষগুলি ধ্বংস হয়ে যায় – আশাপেশের স্বাভাবিক কোষের কোনো ক্ষতি হয় না৷ ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা খুবই কম৷ মূলত ব্রেন ও প্রস্টেট ক্যানসারের ক্ষেত্রেই এই চিকিৎসার পদ্ধতি প্রয়োগ করা হয়৷ কারণ এই দুই ক্ষেত্রে শরীরের অঙ্গ স্থির থাকে, ফুসফুসের মতো নড়াচড়া করে না৷
ডার্মস্টাট শহরের উপকণ্ঠে জিএসআই হেল্মহলৎস-সেন্টারে এই চিকিৎসা পদ্ধতি গড়ে তোলা হয়েছিল৷ এখানেও আয়ন রশ্মির অ্যাকসিলারেটর এবং চিকিৎসার ব্যবস্থা রয়েছে৷ পদার্থবিজ্ঞানী কারোলা পমপ্লুন বলেন, ‘‘এখানে অ্যাকসিলারেটর থেকে রশ্মি বের হয়৷ লিনেয়ার ও রিং – দুটি পার্টিকেল অ্যাকসিলারেটর দিয়ে আলোর গতির প্রায় ৭০ শতাংশ বেশি দ্রুত আয়ন তৈরি করা হয়৷ সেগুলি এই জানালা দিয়ে বের হয়৷ রোগী এখানে শুয়ে থাকে৷ আয়ন রশ্মি নিখুঁতভাবে বেরিয়ে টিউমারে প্রবেশ করে এবং তার মধ্যে ক্যানসার কোষগুলি ধ্বংস করে দেয়৷''
ডার্মস্টাট শহরের চিকিৎসাকেন্দ্রে প্রায় ৪৫০ রোগীর উপর আয়ন রশ্মি নিক্ষেপ করা হয়েছে৷ কিন্তু আধুনিকীকরণের অভাবে এর মধ্যে এই কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে৷ তাই এখন শুধু হাইডেলব্যার্গেই চিকিৎসা চলছে৷