1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানসারের ওষুধের দাম কমানোর প্রস্তাব

১৭ জুলাই ২০২০

ইউরোপীয় ওষুধ প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারীদের চাপে ওষুধ কোম্পানি অ্যাস্পেন ক্যান্সারের ছয়টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানোর প্রস্তাব দিয়েছে৷

https://p.dw.com/p/3fV9r
Umbau bei Sanofi trifft Deutschland-Geschäft hart
ছবি: picture-alliance/dpa/F. von Erichsen

অ্যাস্পেন ওষুধের গড় মূল্য ৭৩ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন৷ কমিশনের মুখপাত্র বলেছেন,  অ্যাস্পেন ২০১৯ সালের অক্টোবর মাসে প্রস্তাবটি দেয়, কিন্তু সেটা তখন প্রকাশ করা হয়নি৷ প্রস্তাবটি রোগী এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য যথেষ্ট কিনা তা একটি জরিপের মাধ্যমে  জানতে চায় কমিশন৷

দক্ষিণ আফ্রিকার ওষুধকোম্পানি অ্যাস্পেনের ক্যানসারের ওষুধের গড় মূল্য প্রায় ৩০০ শতাংশ বেশি ছিল৷ তখন রোগী এবং চিকিত্সকদের কোনও বিকল্প পথ না থাকায় অ্যাস্পেন এই দাম বাড়ানোর সুযোগটি গ্রহণ করে৷ এ কারণে কমিশন অ্যস্পেনের বিরুদ্ধে ২০১৭ সালে একটি তদন্ত পরিচালনা করে৷

ক্যানসারেরওষুধের মূল্য কমানোর জন্য ইইউ কমিশন অ্যাস্পেনকে চাপ দেওয়ায়  ইইউ কমিশনকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ওষুধ গ্রাহক সমিতি বেউক৷

এনএস/এসিবি (ডিপিএ)