1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

১৬ মার্চ ২০১১

বিশ্বকাপ ক্রিকেটে 'বি' গ্রুপ থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা৷ মঙ্গলবার তারা আয়ারল্যান্ডকে ১৩১ রানে হারিয়েছে৷ আর এর মধ্যে দিয়ে আইরিশদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল৷

https://p.dw.com/p/10ZgH
৫ খেলায় ৮ পয়েন্ট পেয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন গ্রুপের শীর্ষে

দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন গ্রুপের শীর্ষে৷ ৫ খেলায় ৮ পয়েন্ট পেয়েছে তারা৷ সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড রয়েছে ছয় নম্বরে৷ কলকতার ইডেন গার্ডেনে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড৷

ব্যাট করতে নেমে জেপি ডুমিনির ৯৯ রানের সুবাদে ৭ উইকেটে ২৭২ রান করে দক্ষিণ আফ্রিকা৷ জয়ের লক্ষ্য ২৭৩ রান তাড়া করতে গিয়ে ৩৩ ওভার ২ বলে ১৪১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড৷

তবে আয়ারল্যান্ডের শুরুটাও ছিল দক্ষিণ আফ্রিকার মতো৷ মাঠে নামার পর থেকেই শুরু হয় আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের উইকেট আসা ও যাওয়ার পালা৷ ফলে বড় কোনো জুটিও গড়তে পারেনি তারা৷ দলীয় ৯২ রানের মাথায় রবিন পিটারসনের বলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১৯ রান করেন কেভিন৷

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বোলারদের পক্ষে ৩টি করে উইকেট নেন পিটারসন ও মর্নে মরকেল৷

তবে প্রথমদিকে আয়ারল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা৷ শুরুতে বেশ চাপের মধ্যে ছিল৷ দক্ষিণ আফ্রিকার জোহান বোথা ও ডুমিনি সপ্তম উইকেটে ৬৫ রানের জুটি গড়েন৷ শেষ পর্যন্ত বোথা অপরাজিত থাকেন ২১ রানে৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আরাফাতুল ইসলাম