কোয়ার্টার ফাইনালে আজ জার্মানি-জাপান ও ফ্রান্স-ইংল্যান্ড লড়াই
৯ জুলাই ২০১১টানা তৃতীয়বারের মতো প্রমীলা বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য স্বাগতিক জার্মানির৷ আজ শনিবার কোয়ার্টার ফাইনালে তাদের লড়তে হবে জাপানের সাথে৷ এবারের আসরে টানা তিনটি খেলায় জয় পেয়েছে স্বাগতিকরা৷ আর সর্বশেষ ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে কোচ সিলভিয়া নাইডের মেয়েদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে৷ তারই ইঙ্গিত পাওয়া গেল জার্মান দলের মধ্যমাঠের তারকা সেলিয়া ওকোয়িনো ডা মাবির কথায়৷ বললেন, ‘‘এটাই সবকিছু অথবা কিছুই নয়৷ আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি৷ আর সেকারণেই আমরা জাপানের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী৷''
তবে জাপানও কম নয়৷ বল নিজেদের দখলে ধরে রাখতে বেশ দক্ষ৷ দীর্ঘ সময় ধরে একেবারে মাপা পাস দিয়ে কৌশলগতভাবে এগিয়ে যায় প্রতিপক্ষের দোরগোড়ায়৷ ইতিমধ্যে মেক্সিকোকে ৪-০ এবং নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ভালই ফর্মে আছে জাপানি প্রমীলারা৷ তবে শুধুমাত্র ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হারতে হয়েছে কোচ নোরিও সাসাকির মেয়েদের৷ অবশ্য, সাসাকির ভাষায় ইংল্যান্ডের কাছে হার থেকে যথেষ্ট শিক্ষা হয়েছে তাদের৷ ফলে জয় প্রত্যাশী সাসাকির কথা, ‘‘আমরা ঠিক জাপানি ধাঁচে খেলে জয় পেতে চাই৷''
মজার বিষয় হচ্ছে জাপানের দুই তারকা ইয়ুকি নাগাসাতো এবং কোজু আন্ডো দীর্ঘসময় ধরে জার্মানির দুই দলে খেলে আসছেন৷ ফলে জার্মান দলকে খুব কাছ থেকে বিশ্লেষণ করার সুযোগ পেয়েছেন জাপানের এই দুই তারকা৷ হয়তো তাদের সেই গভীর পর্যবেক্ষণ দিয়েই স্বাগতিকদের হারানোর একটি ঠিকঠাক কৌশল এঁটে রেখেছেন তাঁরা৷ সেজন্যই ডুইসবুর্গের হয়ে খেলায় অভিজ্ঞ আন্ডোর বক্তব্য, ‘‘আমি জার্মান খেলোয়াড়দের খুব ভালো করেই জানি৷ আমরা তাদের প্রত্যেক জুটিকে বেশ ভালোভাবে বিশ্লেষণ করেছি এবং আমরা জয়ী হবো৷'' আর নাগাসাতোর ভাষায়, ‘‘আমি জার্মান প্রমীলাদের ভালো করেই জানি৷ তাই এই খেলার জন্য দলকে সাজিয়ে নিতে আমি সাহায্য করতে পারি৷ জার্মান দল বেশ বড় এবং শক্তিশালী হলেও সেটা আমার কাছে কোন ব্যাপারই নয়৷''
এদিকে, চির প্রতিদ্বন্দ্বী ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে আজ ১৩তম লড়াই৷ এবারের আসরে বি গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড৷ অন্যদিকে এ গ্রুপের দ্বিতীয় স্থানে ফ্রান্স৷ তাদের মধ্যে এর আগের ১২টি খেলার পাঁচটিতেই জয় পেয়েছে ফ্রান্স এবং মাত্র দু'টিতে জয়ী ইংল্যান্ড৷ অপর পাঁচটি খেলায় ড্র৷ তবে বিশ্বকাপের চূড়ান্ত আসরে এটিই তাদের প্রথম লড়াই৷ তাই বেশ উত্তেজনা নিয়েই ক্রস চ্যানেল প্রতিবেশী দেশের প্রমীলাদের খেলা উপভোগের প্রতীক্ষায় রয়েছেন ভক্তরা৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়