কোয়ারান্টিনের নামে যা হচ্ছে
বলা হচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর সবচেয়ে ভাল উপায় কোয়ারান্টিন ব্যবস্থা নিশ্চিত করা৷ কিন্তু বাংলাদেশে কোয়ারান্টিন নিয়ে কী হচ্ছে দেখুন ছবিঘরে৷
উহান ফেরতদের ১৪ দিন
বাংলাদেশে করোনা ভাইরাস ঠেকাতে প্রথম কোয়ারান্টিন উদ্যোগ নেয়া হয় গত ফেব্রুয়ারিতে৷ চীনের উহান থেকে ৩১২জনকে এনে রাখা হয় আশকোনা হজ ক্যাম্পে৷ কিছু অব্যবস্থাপনার অভিযোগ উঠলেও ১৪ দিন পর প্রবাসীরা শেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেন৷
ইটালি ফেরতদের নিয়ে নাটক
গত ১৪ মার্চ ইটালি থেকে ১৪২ জন ফেরেন বাংলাদেশে৷ তাদেরকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় আশকোনা হজ ক্যাম্পে৷ কিন্তু অব্যবস্থাপনার কারণে সেখানে থাকতে রাজি হননি তারা৷ এক পর্যায়ে পিছু হটে কর্তৃপক্ষ৷ তাদেরকে সেই দিনই বাড়িতে যেতে দেয়া হয়৷
প্রবাসীরা ‘নবাবজাদা’!
ইটালি ফেরতরা হজ ক্যাম্পে না থাকতে চাওয়ায় পরের দিন ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷ তিনি বলেন, ‘‘তারা দেশে আসলে সবাই নবাবজাদা হয়ে যান৷ ফাইভ স্টার হোটেল না হলে অপছন্দ করেন৷ আমাদেরতো একটা দৈন্য আছে৷ এটাতো একটা বিশেষ অবস্থা৷’’ তার এই মন্তব্যের পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা হয়৷
কোয়ারান্টিন এড়াতে পলায়ন
বিদেশ থেকে আসা যাত্রীদের কেউ কেউ কোয়ারান্টিন এড়ানোর জন্য পালিয়েও যান৷ এজন্য বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে৷ মানিকগঞ্জে অষ্ট্রেলিয়া ফেরত একজনকে ১৫ হাজার টাকা, শরিয়তপুরে ইটালি ফেরত একজনকে ৫০ হাজার টাকা এবং টাঙ্গাইলে সিঙ্গাপুর ফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন৷
কোয়ারান্টিনে না গিয়ে বিয়ে
হবিগঞ্জে ফ্রান্স থেকে ফিরে একজন কোয়ারান্টিনে না গিয়ে বিয়েও করেছেন৷ পরে পুলিশ খবর পেয়ে দম্পতিকে কোয়ারান্টিনে পাঠিয়েছে৷ বৌভাতের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে৷ জার্মানি ফেরত ঢাকার আরেক প্রবাসীরও বিয়ে আটকে দেয় প্রশাসন৷ তাকে পাঠানো হয় হোম কোয়ারান্টিনে৷
প্রবাসী তরুণ নিখোঁজ
দিনাজপুরের পার্বতীপুরে বিদেশ থেকে আসার পর ‘হোম কোয়ারান্টিনে’ রাখা এক তরুণকে পুলিশ খুঁজে পাচ্ছে না বলে ১৯ মার্চ প্রথম আলো অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে৷ স্বাস্থ্য বিভাগের লোকজন দুদিন ধরে তাকে খুঁজছে৷ ১৩ মার্চ তিনি আসেন সংযুক্ত আরব আমিরাত থেকে৷
প্যারসিটামল খেয়ে তাপ কমানো
পরিসংখ্যান বলছে বিদেশ থেকে আসা যাত্রীদের সর্বোচ্চ তিন শতাংশও হোম কোয়ারান্টিনে যাননি৷ কেউ কেউ দেশে আসার সময় শরীরে তাপ কমাতে উড়োজাহাজে প্যারসিটামল জাতীয় ট্যাবলেট খান বলেও কোয়ারান্টিনে যাওয়া যাত্রীরা জানিয়েছেন৷ তারা ওই ট্যাবলেট খান যাতে বিমানবন্দরে চেকের সময় তাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে৷
বিনোদন ছুটি!
প্রাদুর্ভাব ঠেকাতে সবার দাবির মুখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার৷ কিন্তু ছুটি পেয়ে হোম কোয়ারান্টিনে থাকার পরিবর্তে পরিবার নিয়ে অনেকেই ঘুরতে গেছেন বিনোদন কেন্দ্রগুলোতে৷ যা ঠেকাতে বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসন পর্যটন স্থানগুলো বন্ধ ঘোষণা করেছে৷