কোহলির সেঞ্চুরিতে সাউথ আফ্রিকাকে ৩২৭ রানের টার্গেট দিল ভারত
৫ নভেম্বর ২০২৩৩৫তম জন্মদিনে সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি, ছুঁয়ে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির বিশ্বরেকর্ড৷
বিশ্বকাপের অন্য ম্যাচগুলোর মতোই ভারতকে আজ স্বপ্নের শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল৷ মাত্র ২৭ বলেই স্কোরবোর্ডে ৫০ রান উঠে যায় ভারতের৷ শুরুতেই রোহিতের কঠিন একটা ক্যাচ হাতে জমাতে পারেননি তাবরাইজ শামসি৷
যখন মনে হচ্ছিল রোহিত সেটার জন্য আফ্রিকাকে বড় শাস্তি দেবেন তখনই আউট হয়ে গেলেন৷ রাবাদার বলটা ভালোই মেরেছিলেন রোহিত, কিন্তু বুলেট গতিতে ছুটে আসা বলটা মিড অনে দারুণভাবে ধরে ফেলেন প্রোটিয়া অধিনায়ক টেন্ডা বাভুমা৷ ২৪ বলে ৪০ রান করে ফিরে গেলেন ভারত অধিনায়ক৷
অন্যদিকে শুভমান গিলও খেলছিলেন বেশ ভালো৷ নিজের ২৩ রানের ভারতের তখন ১০ ওভারের মধ্যে ৯০ রান৷ কেশভ মহারাজ এলেন, নিজের তৃতীয় বলেই বাঁহাতি স্পিনারদের এক স্বপ্নের ডেলিভারিতে তুলে নিলেন গিলকে৷
মিডল এবং লেগ স্টাম্পের মধ্যে পিচ করে বলটা দুর্দান্ত টার্ন করে বেলস ফেলে দিল, গিলও বিশ্বাস করতে পারছিলেন না৷ টুর্নামেন্টের অন্যতম সেরা ডেলিভারিতে ফিরতে হলো গিলকে৷
ইডেন অবশ্য তখন ‘কোহলি, কোহলি' স্লোগানে উন্মাতাল৷ কোহলি শুরুটাও করেছিলেন দারুণ, প্রথম ৩০ রান তুলে ফেলেন দ্রুতই৷ কিন্তু মহারাজের স্পিনটা আটকে রাখল কোহলি ও নতুন ব্যাটসম্যান শ্রেয়ার আইয়ারকে৷ ১০ ওভারে কোনো বাউন্ডারি না দিয়ে মাত্র ৩০ রানে ওভার শেষ করলেন মহারাজ৷
স্পিনারদের শুরুতে দেখেশুনে খেলার পর অবশ্য কোহলি আর আইয়ার আবার রানের চাকা সচল করতে শুরু করে দিয়েছেন৷ আইয়ারই ছিলেন বেশি আগ্রাসী, দুই ছয় মেরে দ্রুত পৌঁছে গেলেন সত্তরের ঘরে৷ আরেকটু বেশি আক্রমণাত্মক হতে গিয়ে এনগিডিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন, ফিরলেন ৮৭ বলে ৭৭ রান করে৷ ভাঙল কোহলির সাথে তার ১৩৪ রানের জুটি৷ ভারতের রান তখন ২২৭৷ ওভার বাকি ১৩.১৷ মনে হচ্ছিল, ৩৫০ খুবই সম্ভব৷
কিন্তু এরপরেই আফ্রিকা আবার চেপে ধরল ভারতকে৷ লোকেশ রাহুল ফিরে যান ৮ রান করে৷ সূর্যকুমার যাদবের ১৪ বলে ২২ রানের ক্যামিওটা শেষ হলো শামসির বলে ক্যাচ দিয়ে৷ ওদিকে কোহলির প্রতিটি রানের সাথে সাথে ইডেনে উঠছিল হর্ষধ্বনির জোয়ার৷ শেষ পর্যন্ত ৪৯তম ওভারে গিয়ে সেই সেঞ্চুরি পেলেন ১১৯ বলে৷ দাঁড়িয়ে তাকে সম্ভাষণ জানাল ইডেনের ৫০ হাজার দর্শক৷ এই বিশ্বকাপেই সেঞ্চুরি পেতে পেতেও পাওয়া হয়নি একাধিকবার, সেই আক্ষেপও ঘোচালেন আজ৷ শেষ ওভারগুলোতে রবীন্দ্র জাদেজার ১৫ বলে ২৯ রানে ভারত যেতে পেরেছে ৩২৬ রান পর্যন্ত৷
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৫০ ওভারে ৩২৬-৫ (কোহলি ১০১*, আইয়ার ৭৭; মহারাজ ১/৩০)