কেমন হবে প্লাস্টিক ছাড়া জীবন?
বর্তমান সময়ে গোটা জীবনটাই যেন প্লাস্টিকে মোড়া৷ কিন্তু কেমন হতে পারে প্লাস্টিকবিহীন দৈনন্দিন জীবন? জানতে আসুন ছবিঘরে...
একদমই ‘অ-খাদ্য’
দেখতে আচার বা জেলির বয়ামের মতো হলেও আসলে এই শিশিতে ভরা রয়েছে পুরোপুরি ভেষজ উপায়ে তৈরি প্রাকৃতিক সাবান৷ গন্ধ তেমন আকর্ষণীয় না হলেও এই সাবান কিনলে থাকা যাবে প্লাস্টিক-মুক্ত!
বিকল্প প্রসাধনী
বার্লিনের দু’টি দোকানে পাওয়া যায় প্রাকৃতিক প্রসাধন বানাবার সমস্ত উপকরণ৷ সাথে ইন্টারনেট থাকার কারণে কাজল বা ক্রিম বানাতে হিমশিম খেতে হবে না আর৷ মেক-আপের জিনিস কিনলেই সাথে বাড়তি প্লাস্টিক আর নয়৷
নিজের হাতে..
এই ক্রিম যেমন সুগন্ধী, তেমনই খেতেও মন্দ নয়৷ আর কাঁচের শিশিতে ভরে রাখতে পারলে প্লাস্টিক টিউব বা কৌটোর প্রয়োজনই পড়ে না৷
দাঁতের যত্ন
প্রাচীনকালে দাঁত মাজতে ব্যবহৃত হতো নিমকাঠি বা অন্যান্য গাছের ছাল৷ এরকমই কিছু উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন নিজের টুথব্রাশ থেকে টুথপেস্টও৷ কেবল আগে জেনে নিতে হবে উপকরণের সঠিক মাপ ও প্রণালী৷
পাত্রবিহীন...
প্লাস্টিকের পাত্র ছাড়া কীভাবে রাখবেন শ্যাম্পু বা শাওয়ার জেল? পরিচিত তরল শ্যাম্পুর বদলে বাজারে এসেছে শক্ত শ্যাম্পু, কন্ডিশনার ও শাওয়ার জেল, যা বাথরুমের তাকে সারি সারি প্লাস্টিকের বোতলের চেনা দৃশ্য থেকে রেহাই দেবে আপনাকে৷
ব্যাগবন্দি নতুন জীবন...
জার্মানিসহ বিশ্বের একাধিক দেশের সুপারমার্কেটগুলি চেষ্টা করে প্লাস্টিক ব্যাগের বদলে কাগজের ব্যাগ ব্যবহার করতে৷ কাগজের প্রতি ভরসা না থাকলে আপনি ব্যবহার করতে পারেন কাপড়ের থলেও৷ প্লাস্টিকের তুলনায় কাপড়ের থলে পরিস্কার করাও সহজ আর প্রকৃতিবান্ধবও বটে৷
রান্নাঘরে স্বচ্ছতা
প্লাস্টিকের কৌটোয় মশলাপাতি ভরে রাখার চল সাবেকি থেকে আধুনিক, সব রান্নাঘরেই প্রবেশ করেছে৷ কিন্তু প্লাস্টিকের বদলে ব্যবহার করাই যায় কাঁচের শিশি, যা ভেতরে থাকা মশলা চিনতে সাহায্য করে৷ রান্নাঘর দেখতেও তুলনামূলকভাবে বেশি পরিচ্ছন্ন লাগে তাতে৷