1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাকার মেয়াদ বাড়ল মেয়েটির

২৭ ডিসেম্বর ২০১৫

ছবিটির কথা মনে আছে নিশ্চয়? খুব বেশি দিন আগের তো কথা নয়৷ এই তো গত জুলাই মাসের ১৫ তারিখে এমন দৃশ্যের অবতারণা হয়েছিল৷ শরণার্থী এক মেয়ে কাঁদছে, আর তাঁকে সান্ত্বনা দিচ্ছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

https://p.dw.com/p/1HTgj
Bundeskanzlerin Merkel trifft Flüchtlingsmädchen NEU
ছবি: picture-alliance/dpa/NDR

১৪ বছর বয়সি রিম সাহউইল একজন ফিলিস্তিনি শরণার্থী৷ গত চার বছর ধরে সে তাঁর বাবা, মা ও ভাইয়ের সঙ্গে জার্মানির রস্টক শহরে থাকছে৷ তার আগে সে ও তার পরিবার লেবাননের একটি শরণার্থী শিবিরে ছিল৷

উদ্ভূত পরিস্থিতিতে সাহউইলের পরিবারকে জার্মানি ছেড়ে চলে যেতে হতে পারে বলে টেলিভিশনে প্রচারিত এক আলোচনা অনুষ্ঠানে ম্যার্কেলকে জানিয়েছিল সে৷ পরিষ্কার জার্মান ভাষায় সে জার্মান চ্যান্সেলরকে বলেছিল, ‘‘আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই৷ এটা আমার ইচ্ছা৷''

উত্তরে ম্যার্কেল তাঁকে বলেন যে, জার্মানি সবাইকে নিতে সমর্থ নয়৷ এই কথা শুনে সাহউইল কান্নায় ভেঙে পড়ে৷ তখন ম্যার্কেল তাকে সান্ত্বনা দিতে এগিয়ে যান৷

শেষ খবর হচ্ছে, সাহউইল ও তার পরিবারের জার্মানিতে থাকার মেয়াদ ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে৷ জনপ্রিয় পত্রিকা ‘বিল্ড' দিয়েছে এই খবর৷ সফলভাবে জার্মান সমাজের সঙ্গে একীভূত হতে পারার কারণে সাহউইলের পরিবারের থাকার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে অভিবাসন কার্যালয়৷

সাহউইলের বাবা বর্তমানে অন্য শরণার্থীদের সহায়তাকারী হিসেবে কাজ করছেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান