থাকার মেয়াদ বাড়ল মেয়েটির
২৭ ডিসেম্বর ২০১৫১৪ বছর বয়সি রিম সাহউইল একজন ফিলিস্তিনি শরণার্থী৷ গত চার বছর ধরে সে তাঁর বাবা, মা ও ভাইয়ের সঙ্গে জার্মানির রস্টক শহরে থাকছে৷ তার আগে সে ও তার পরিবার লেবাননের একটি শরণার্থী শিবিরে ছিল৷
উদ্ভূত পরিস্থিতিতে সাহউইলের পরিবারকে জার্মানি ছেড়ে চলে যেতে হতে পারে বলে টেলিভিশনে প্রচারিত এক আলোচনা অনুষ্ঠানে ম্যার্কেলকে জানিয়েছিল সে৷ পরিষ্কার জার্মান ভাষায় সে জার্মান চ্যান্সেলরকে বলেছিল, ‘‘আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই৷ এটা আমার ইচ্ছা৷''
উত্তরে ম্যার্কেল তাঁকে বলেন যে, জার্মানি সবাইকে নিতে সমর্থ নয়৷ এই কথা শুনে সাহউইল কান্নায় ভেঙে পড়ে৷ তখন ম্যার্কেল তাকে সান্ত্বনা দিতে এগিয়ে যান৷
শেষ খবর হচ্ছে, সাহউইল ও তার পরিবারের জার্মানিতে থাকার মেয়াদ ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে৷ জনপ্রিয় পত্রিকা ‘বিল্ড' দিয়েছে এই খবর৷ সফলভাবে জার্মান সমাজের সঙ্গে একীভূত হতে পারার কারণে সাহউইলের পরিবারের থাকার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে অভিবাসন কার্যালয়৷
সাহউইলের বাবা বর্তমানে অন্য শরণার্থীদের সহায়তাকারী হিসেবে কাজ করছেন৷
জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)