1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মহত্যার ভয়ংকর প্রবণতা

হিন্দুস্তান টাইমস/এসিবি২৬ জুলাই ২০১৫

গত বছর ভারতে আত্মহত্যা করেছেন ৫ হাজার ৬৫০ জন কৃষক৷ সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে মহারাষ্ট্র রাজ্যে৷ সেখানে ২ হাজার ৫৬৮ জন কৃষক আত্মহত্যা করেছেন এক বছরে! মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আত্মহত্যার হার রীতিমতো আতঙ্কজনক৷

https://p.dw.com/p/1G2Qm
Bildergalerie Indien BT Baumwolle
ছবি: Isabell Zipfel

ভারতে দুর্নীতির রেকর্ড সংরক্ষণ ব্যুরো এনসিআরবি-র প্রতিবেদনে বেরিয়ে এসেছে এ সব তথ্য৷ আত্মহত্যার বিষয়ে তথ্য সংগ্রহে মাঠ পর্যায়ে কাজ করেছে বেশ কয়েকটি কৃষক সংগঠন৷ ‘কিষান মিত্র' নামের ব্যানারে কাজ করেছে তারা৷ তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী, ফসল ভালো না হওয়া এবং চাষের জন্য নেয়া ঋণ কৃষকদের আত্মহত্যার অন্যতম কারণ৷

মহারাষ্ট্রের কৃষকদের ভয়াবহ দুরবস্থার চিত্র তুলে ধরেছে সেখানকার পরিসংখ্যান৷ সেই রাজ্যের শুধু বিদর্ভ অঞ্চলেই গত তিন বছরে আত্মহত্যা করেছেন মোট ৩ হাজার ১৪৫ জন কৃষক৷ তাঁদের মধ্যে ৯০০-রও বেশি, অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশের ঋণ ছিল৷ খুব বেশি নয়, মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকার ঋণ ছিল তাঁদের৷ কিন্তু ওই টাকা পরিষোধ করারও সামর্থ্য নেই বলেই তাঁরা আত্মহননের পথ বেছে নিয়েছেন, এমনটাই ধারণা করা হচ্ছে৷

আত্মহত্যা করেছেন এমন কৃষকদের মধ্যে শতকরা ২৫ ভাগেরই বয়স ৩০ বা তার কম৷ শতকরা ৩৫ ভাগের বয়স ৩১ থেকে ৪৫-এর মধ্যে৷ গত তিন বছরে ভারতে যতজন কৃষক আত্মহত্যা করেছেন, তাঁদের মধ্যে মাত্র ২০৮ জনের বয়স ৬৫ বছরের বেশি ছিল৷

বিদর্ভে গত তিন বছরে যে ৩ হাজার ১৪৫ জন কৃষক আত্মহত্যা করেছেন, তাঁদের মধ্যে ৯২৫ জন মনে করতেন যে, সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল নয়৷ শতকরা ১০ ভাগ তাঁদের বিপর্যয়ের জন্য খরা, অতিবৃষ্টি এবং বজ্রপাতকে দায়ী ভাবতেন৷ ১১৭ জন ফসলের ক্ষতিজনিত বিপর্যয়ের কারণে পরিবারের বিবাহযোগ্য মেয়ের বিয়ে যাতে ভেঙে না যায় – সেই কথা ভেবে নিজের জীবনে ইতি টেনেছেন৷ এছাড়া ২৯৬ জন অসুস্থতাজনিত কারণে এবং মোট আত্মহত্যাকারীর শতকরা ১২ ভাগ পারিবারিক কলহের জেরে আত্মঘাতী হয়েছেন

২০১৪ সালে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছেন মহারাষ্ট্র রাজ্যে৷ সারা দেশের মোট ৫ হাজার ৬৫০ জনের মধ্যে ২ হাজার ৫৬৮ জনই সেই রাজ্যের৷ কৃষকের আত্মহত্যার হারের দিক থেকে মহারাষ্ট্রের পরে আছে যথাক্রমে তেলেঙ্গানা (৮৯৮জন) ও মধ্যপ্রদেশ (৮২৬)৷ আত্মহত্যাকারীদের মধ্যে ৫ হাজার ১৭৮ জন পুরুষ আর ৪৭২ জন নারী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান