কূটনৈতিক সম্পর্ক ছেদ একটা ভুল
৪ জানুয়ারি ২০১৬ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে, রিয়াধ এই পন্থায় অভ্যন্তরীণ সমস্যা ধামাচাপা দেবার চেষ্টা করছে৷ তাঁর এই সব মন্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়৷
উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ও চরমপন্থি মনোভাবে মদত দেওয়ার অভিযোগ করেছে৷
অপরদিকে সৌদি আরব যে একদিনে ৪৭ জনকে ফাঁসি দিয়েছে, তা নিয়ে আরেক ধরনের তোলপাড় চলেছে – এবার মানবাধিকারের দিক থেকে৷ উইকিলিকস টুইট করেছে যে, সৌদি আরব নাকি গোপনে ব্রিটেনকে টাকা দিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে ঢোকে৷
অপরদিকে ব্রিটেনের ইনডিপেন্ডেন্ট পত্রিকার প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ইরানের কি সৌদি আরবের সমালোচনা করার কোনো অধিকার আছে?
মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলাপ-আলোচনার ডাক দিয়েছে এবং অঞ্চলের নেতাদের প্রতি উত্তেজনা উপশমের আহ্বান জানিয়েছে৷ তবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে রয়টার্স সংবাদ সংস্থার ব্যুরো চিফ লিউক বেকার টুইট করেছেন: ‘বস্তুত ইউএস আর ইউকে ৫০ বছর কাটিয়েছে সৌদি চরম মতাদর্শকে দেখেও না দেখার ভান করে৷ সেটা কি এবার বদলাতে পারে? ইরান কি তা-তে লাভবান হবে?'
রাশিয়া দৃশ্যত ইরান ও সৌদি আরবের মধ্যে সংঘাতে বার্তাবহ হিসেবে কাজ করতে রাজি৷ ওদিকে চীন মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হওয়ার সম্ভাবনা দেখছে৷ এছাড়া ইরাকে দু'টি সুন্নি মসজিদ বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে৷ সব মিলিয়ে উদ্বেগ অথবা উত্তেজনা সর্বত্র৷ বিশ্লেষকদের মতে আল-নিমরের ফাঁসি মধ্যপ্রাচ্যে চলতি সুন্নি-শিয়া ক্ষমতার লড়াইতে একটা নতুন অধ্যায় সূচিত করেছে৷
এসি/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)