কুর্দিরা ১৩ জন তুর্কিকে মেরেছে, অভিয়োগ তুরস্কের
১৫ ফেব্রুয়ারি ২০২১তুরস্ক সরকারের অভিযোগ, নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি(পিকেকে) ১৩ জন তুর্কিকে অপহরণ করে হত্যা করেছে। কিন্তু পিকেকে পাল্টা দাবি করেছে, ইরাকে তুরস্কের সেনা তাঁদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। সেই সময় ওই তুর্কিরা মারা গেছেন।
উত্তর ইরাকের একটি গুহায় তুরস্কের সেনা অভিযান চালায়। গুহার ভিতর ঢুকে ১৩ জন তুর্কির মৃতদেহ উদ্ধার করে তারা। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ১২ জনের মাথায় গুলি করা হয়েছিল। একজনের কাঁধে।
মৃতদেহ পূর্ব তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার গভর্নর জানিয়েছেন, মৃতদের মধ্যে ছয়জন সেনা ও দুইজন পুলিশ কর্মী। তাঁদের ২০১৫-১৬ নাগাদ তাঁদের অপহরণ করা হয়।
তুরস্কের সঙ্গে পিকেকে-র বিরোধ ১৯৮৪ সাল থেকে চলছে। গত দুই বছরে তুরস্কের সেনা বারবার পিকেকে-র বিরুদ্ধে অভিযান করেছে। তার ফলে ৪৮ জন পিকেকে সদস্য মারা গেছেন বলে তুরস্কের দাবি। আর তাঁদের তিনজন সেনাও মারা গেছেন।
এর আগে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করা নিয়ে তুরস্ক ও ইরাক সরকার একমত হয়। গত ডিসেম্বরে ইরাকের প্রেসিডেন্ট তুরস্ক গেছিলেন। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানের সঙ্গে তাঁর আলোচনা হয়। ইরাকের প্রেসিডেন্ট বলেন, তুরস্কের নিরাপত্তা বিঘ্নিত করছে, এমন কোনো কাজ তিনি বরদাস্ত করবেন না। এর্দোয়ান বলেন, বিচ্ছিন্নতাবাদীদের তুরস্ক, ইরাক ও সিরিয়ায় কোনো স্থান নেই।
অ্যামেরিকাও এই ঘটনার নিন্দা করেছে।
জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি, এপি)