কী ঘটেছিল নিউ ইয়র্কের সাবওয়েতে
গ্যাসমাস্ক পরে কে চালালো গুলি? কী বলছেন প্রত্যক্ষদর্শীরা? এখনো অধরা আততায়ী।
ঘটনার ছবি
নিউ ইয়র্কের ৩৬ নম্বর স্ট্রিট সাবওয়ে স্টেশনে বসে আছেন আহত যাত্রীরা। পিছনে ট্রেনের কামড়া। তখনো ধোঁয়া হয়ে রয়েছে গোটা স্টেশন। আততায়ী দুইটি স্মোক বোমা ব্যবহার করেছিল।
স্টেশনে আহত ব্যক্তি
কোনো মতে ট্রেন থেকে নেমে স্টেশনে লুটিয়ে পড়েছেন আহত ব্যক্তিরা। তাকে সাহায্য করার চেষ্টা করছেন অন্যরা।
স্টেশনের বাইরে
স্টেশনের বাইরে পুলিশের গাড়ি, অ্যাম্বুল্যান্সের ভিড়। আহতদের বের করে আনা হচ্ছে স্টেশন থেকে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩৫ এবং ৩৬ নম্বর স্টেশনের মাঝখানে গ্যাসমাস্ক পরে আততায়ী হামলা চালায়। প্রথমে স্মোক বোমা ছোঁড়া হয়। তারপর গুলি চালানো হয়।
আহতের সংখ্যা
ঘটনায় ১০জন গুলিবিদ্ধ হয়েছেন। মোট আহত ২৩। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের তৎপরতা
ট্রেন ৩৬ নম্বর স্টেশনে ঢুকতেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। কিন্তু আততায়ীকে ধরা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে পুলিশ এক ব্যক্তিকে সন্দেহ করছে।
কেন ধরা গেল না আততায়ীকে
পুলিশের বক্তব্য, ৩৬ নম্বর স্টেশনে ট্রেন থামার পর ভিতর থেকে ধোঁয়া বের হতে থাকে। যাত্রীরা ছুটতে থাকেন। আততায়ীও সেই সুযোগটিই ব্যবহার করেছে। যাত্রীদের মধ্যে মিশে গিয়ে সে স্টেশন থেকে বেরিয়ে যায়।
স্টেশন ঘিরে রেখেছে পুলিশ
এখনো স্টেশন ঘিরে রেখেছে পুলিশ। ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছে। ঘটনায় এখনো পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, নিউ ইয়র্ক টাইমস)