কিয়েভের রাস্তায় রাশিয়ান ট্যাংক
ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাজধানী কিয়েভের রাস্তায় রাশিয়ান ট্যাংকের প্রদর্শনী৷ বিস্তারিত ছবিঘরে...
রাস্তায় রাশিয়ান ট্যাংক
ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কিয়েভের খ্রেশচাটিক অঞ্চলে আয়োজিত হয় এক প্রদর্শনীর৷ সেখানে দেখানো হয় সারি সারি যুদ্ধে বিধ্বস্ত রাশিয়ান ট্যাংক৷
কাছ থেকে দেখা ও সেলফি
ইউক্রেনের সামরিক বাহিনী কতটা আঘাত হানতে পেরেছে রাশিয়ান বাহিনীর ওপর, তারই এক ঝলক দেখা যাচ্ছে এই ট্যাংকগুলির গায়ে৷ কিয়েভের স্থানীয় বাসিন্দারা একদম কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন নষ্ট হওয়া ট্যাংক, তোলা যাচ্ছে সেলফিও৷
স্বাভাবিকতার পাশেই...
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে নানাভাবে দেখা গেছে ইউক্রেনের জনতার দৃঢ়তাকে৷ ছবিতে দেখা যাচ্ছে কিয়েভের একটি ক্যাফের দৃশ্য, যেখানে নিশ্চিন্তে কফি খাচ্ছেন কিছু মানুষ৷ তার অদূরেই দাঁড়িয়ে আছে আধাভাঙা রাশিয়ান ট্যাংক৷ মনে করিয়ে দিচ্ছে যে যুদ্ধ এখনই শেষ নয়৷
রয়েছে শিশুরাও
কিয়েভের এই প্রদর্শনী দেখতে এসেছেন অনেকে৷ বিভিন্ন ধরনের ট্যাংক, তাও যুদ্ধে রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ট্যাংক, দেখার জন্য এসেছে ক্ষুদেরাও৷ ছবিতে দেখা যাচ্ছে এক শিশুকে৷
কৌতূহল নিয়ে দেখা
ট্যাংকের মাথা থেকে ওটা কী বেরিয়ে আছে? এই জায়গায় রং চটে গেছে কেন? এমনই অনেক প্রশ্ন হয়তো খেলছিল এই দুই ক্ষুদে দর্শকের মাথায়৷ একমনে খুঁটিয়ে দেখছে তারা ট্যাংককে৷
বাবার কাঁধে, দেশের পাশে
যেহেতু দিনটি ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস, স্বাভাবিকভাবেই তাই শহরের চারদিকে দেশের পতাকার সংখ্যা চোখে পড়ার মতো৷ বাবার কাঁধে চেপে প্রদর্শনী দেখতে আসা এই ছোট ইউক্রেনিয়ানেরও মাথায়-গায়ে দেশের পতাকার রং, হাতে ধরা পতাকা৷
বাদ নেই নববধূও
প্রদর্শনীর মাঝ দিয়েই হেঁটে যাচ্ছে এক সদ্য বিবাহিত দম্পতি৷ সারবাঁধা ট্যাংকগুলির পাশ দিয়ে হেঁটে যাওয়া এই দম্পতিকে দেখলে মনেই হবে না, যে যুদ্ধ চলছে সেই দেশে৷