1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

কিয়েভে রাশিয়ার লাগাতার রকেট হামলা

১৭ মে ২০২৩

ইউক্রেন জানিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে নিজেদের রক্ষা করা সম্ভব হয়েছে।

https://p.dw.com/p/4RSwj
ইউক্রেনে রাশিয়ার রকেট হামলা
ছবি: Gleb Garanich/REUTERS

মঙ্গলবার গোটা ইউক্রেন জুড়েই দূরপাল্লার রকেট এবং ড্রোন নিয়ে আক্রমণ চালিয়েছে রাশিয়া। বাদ যায়নি রাজধানী কিয়েভও। ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, কিয়েভের একাধিক প্রশাসনিক অঞ্চলে অপরিচিত বস্তু উড়তে দেখা যায়।এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেগুলিকে ধ্বংস করা হয়েছে। যদিও রাশিয়া বিবৃতি দিয়ে দাবি করেছে, তারা যেখানে যেখানে হামলা চালাতে চেয়েছিল, সেগুলি সবই ধ্বংস হয়েছে।

রাশিয়া রাতে আক্রমণ চালানোয় প্রাথমিকভাবে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল ইউক্রেনের সেনা। একইসঙ্গে ক্রুস, ড্রোন এবং ব্যালেস্টিক মিসাইল দিয়ে আক্রমণ চালাচ্ছিল রাশিয়া। ইউক্রেনের বক্তব্য, একটানা আক্রমণ চালিয়ে গেছে রাশিয়া। একসঙ্গে এত পরিমাণ রকেট এবং ক্রুস মিসাইল তারা আগে কখনো ছোঁড়েনি। বস্তুত, মে মাসে এই নিয়ে অষ্টমবার রাশিয়া এভাবে দূরপাল্লার অস্ত্র নিয়ে কিয়েভ এবং সংলগ্ন এলাকায় আক্রমণ চালালো। ইউক্রেন অবশ্য দাবি করেছে, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে রাশিয়ার হামলার মোকাবিলা করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসিল রেজনিকভ টুইট করে জানিয়েছেন, ''রাশিয়ার অন্তত ছয়টি হাইপারসনিক কিনঝাল মিসাইল এবং ১২টি ব্যালেস্টিক মিসাইল ধ্বংস করা হয়েছে।'' কিয়েভের মেয়র জানিয়েছেন, ধ্বংস হওয়ার পর ওই মিসাইলের ভগ্নাবশেষ নিচে এসে পড়েছে। বেশ কিছু গাড়ি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিড়িয়াখানার কাছেও বেশ খানিকটা রকেটের ভগ্নাবশেষ মিলেছে।

গত এপ্রিল থেকে যুদ্ধের কৌশল বদলেছে রাশিয়া। গত এক বছর তারা সেনা পাঠিয়ে ইউক্রেনে লড়াই চালাচ্ছিল। কিন্তু এপ্রিল থেকে তারা দূরপাল্লার রকেট হামলায় বেশি জোর দিয়েছে। মে-তে সবচেয়ে বেশি এই পদ্ধতিতে আঘাত করেছে তারা। নতুন করে কিয়েভকে টার্গেট করা হয়েছে। তবে ইউক্রেনের হাতে এখন অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে। ফলে দূরপাল্লার আক্রমণ প্রতিহত করতে পারছে তারা। আরো এয়ার ডিফেন্স সিস্টেম এবং অস্ত্রের প্রয়োজন বলেও ইউক্রেনের তরফে জানানো হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)