1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৪০

৩১ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষকদল ও ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/4YE1J
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষকদল ও ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছেন৷
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের সংঘর্ষছবি: Khairul Alam Foysal/DW

আজ মঙ্গলবার সকালে উপজেলার ছয়সূতি এলাকায় এ সংঘর্ষে ১৫ পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন৷

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

নিহতরা হলেন-ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বিল্লাল মিয়া (৪০) ও ওই ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি মো. রেফায়েত উল্লাহ তনয় (২১)৷ 

Bangladesch Clashes Polizei Partei BNP
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছেছবি: Khairul Alam Foysal/DW

কিশোরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক আশফাক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘ছয়সূতি এলাকায় সকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়৷ এ সময় পুলিশের গুলিতে বিল্লাল ঘটনাস্থলেই নিহত হন৷ তনয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান৷'' সংঘর্ষে বিএনপির অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি৷

কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ (এসপি) বলেন, ‘‘বিএনপির অবরোধকারীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়৷ পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্যে দুইজন মারা যান৷''

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি৷

এসপি আরো বলেন, ‘‘তারা কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে৷''

এসপির বরাত দিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে বলেন, ‘‘সংঘর্ষের সময় পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে৷ এ সময় পুলিশ ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়৷ পরে পুলিশ জীবন রক্ষার্থে গুলি চালায়৷''

সংঘর্ষে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি৷

এমকে/এসিবি (দ্য ডেইলি স্টার)