কালো টাকা বিনিয়োগে কোন সমস্যা নেই: এনবিআর
২২ নভেম্বর ২০১১শেয়ার বাজার নিয়ে যখন কিছু ইতিবাচক সিদ্ধান্ত আসছে তখন কিছু ব্রোকারেজ হাউজের কারণে বিনিয়োগকারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে৷ যারা ব্রোকারেজ হাউজের মাধ্যমে ঋণ নিয়ে শেয়ার কিনেছেন তারা পড়েছেন বিপাকে৷ কারণ ব্রোকারেজ হাউজ তাদের টাকা উশুলের জন্য দাম কমে যাওয়া শেয়ার জোর করে বিক্রি করে দিচ্ছে৷ আর তাতে লাভের আশায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখতে পারছেননা৷ এমনকি তাদের নিজেদের বিনিয়োগও আর ফিরে আসবেনা৷
এরকম একটি ব্রোকারেজ হাউজের মালিক হামিদ আলি চৌধুরি দাবি করেন, এসইসি থেকে তাদের কাছে এব্যাপারে কোন নির্দেশনা না থাকায় তারা ফোর্সড সেল করছেন৷ তবে এর বিরোধিতা করেছেন শেয়ার বাজার বিশেষজ্ঞ অধ্যাপক শাহজাহান মিনা৷
শেয়ার বাজার নিয়ে সোমবার রাতে এবং দিনে কয়েকদফা বৈঠক হয়েছে৷ এনবিআর বলেছে, শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে৷ বিনিয়োগ করলে কাউকে কালো টাকা নিয়ে প্রশ্ন করা হবেনা৷ এসইসি'র সদস্য হেলাল উদ্দিন জানিয়েছেন আজ শেয়ার বাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক