1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাদাল এখন ক্লে কোর্টের কথা ভাবছেন

২৪ মার্চ ২০১৩

ইন্ডিয়ান ওয়েলসের হার্ড কোর্টে ঝলসে ওঠার পর রাফায়েল নাদাল এখন ইউরোপের ক্লে কোর্টগুলিতে তাঁর শাসন পুনরায় কায়েমি করার কথা ভাবছেন৷ তবে মায়ামি’টা আপাতত বাদ দিলেন৷ সাবধানের মার নেই৷

https://p.dw.com/p/1834j
Rafael Nadal of Spain reacts during his men's singles final match against Novak Djokovic of Serbia at the French Open tennis tournament at the Roland Garros stadium in Paris June 10, 2012. REUTERS/Regis Duvignau (FRANCE - Tags: SPORT TENNIS)
ছবি: Reuters

সমস্যা ঐ বাঁ হাঁটু নিয়ে, যার জন্য রাফা'কে দীর্ঘ সাত মাস এটিপি টুর্নামেন্টগুলি থেকে বিশ্রাম নিতে হয়েছে৷ তবে স্পেনের এই ডায়নামো ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে আর্জেন্টিনার হুয়ান দেল পোর্তো'কে যেভাবে হারালেন, তাতে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে না৷

ইন্ডিয়ান ওয়েলসের পর তাঁর বিশ্ব ব়্যাংকিং'এ চার নম্বরে ওঠাটা প্রায় গৌণ বলা চলে, যদিও এর ফলে নাদাল আবার পুরুষদের টেনিসে ‘‘বিগ ফোর''-এ অন্তর্ভুক্ত হলেন, কেননা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে পাওয়া যাবে নোভাক জোকোভিচ, রজার ফেডারার ও অ্যান্ডি মারে'কে৷

Rafael Nadal of Spain reacts after winning the men's singles final match against Novak Djokovic of Serbia at the French Open tennis tournament at the Roland Garros stadium in Paris June 11, 2012. REUTERS/Gonzalo Fuentes (FRANCE - Tags: SPORT TENNIS)
২০১২ সালে এক জয়ের পর রাফায়েল নাদালছবি: Reuters

রাফা'র প্রত্যাবর্তন

মন্টে কার্লোয় ক্লে কোর্ট অভিযান শুরু করার এক মাস আগে নাদালের উৎসাহের কোনো কমতি দেখা গেল না৷ যাবেই বা কেন৷ কামব্যাক যাবৎ নাদাল বিভিন্ন টুর্নামেন্টে তাঁর ১৮টি ম্যাচের মধ্যে ১৭টিতে জিতেছেন৷ বিগত পাঁচ সপ্তাহে চারটি ফাইনালে খেলেছেন, তার মধ্যে তিনটিতে জিতেছেন৷ বলতে কি, এর আগে তিনি কোনো মরশুম এতো ভালোভাবে শুরু করেননি৷

এছাড়া মনে রাখা দরকার যে, নাদাল ২০০৫ যাবৎ পর পর আট বছর মন্টে কার্লোতে জিতে আসছেন৷ ক্লে কোর্ট মানেই যে তাঁকে জিততে হবে, নাদাল অবশ্য তা মনে করেন না৷ তবে ক্লে কোর্টে খেলতে তিনি সবচেয়ে ভালোবাসেন এবং ক্লে কোর্টেই তিনি সর্বাধিক সাফল্য পেয়েছেন – এটা নাদালের অজানা নয়৷

আবার শীর্ষে?

ইন্ডিয়ান ওয়েলসে যে নাদালকে দেখা গেছে: সেই অসাধারণ ফোরহ্যান্ড, সেই ক্ষিপ্রতা, সেই লেগে থাকার ক্ষমতা, তা'তে তাঁর বিজিত প্রতিপক্ষ দেল পোর্তো যা বলেছেন, সেটারই পুনরাবৃত্তি করতে হয়৷ দেল পোর্তো ভবিষ্যদ্বাণী করেছেন: ‘‘ও শীঘ্রই প্রথম স্থানটির জন্য সংগ্রাম শুরু করবে৷'' প্রথম স্থান বলতে বিশ্ব তালিকায় টপ ব়্যাংকিং৷

এপ্রিল থেকে নাদালের যাত্রাপথ হবে মন্টে কার্লো, বার্সেলোনা, মাদ্রিদ, রোম এবং সবশেষে ফ্রেঞ্চ ওপেন, যেখানে নাদাল তাঁর ১১টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মধ্যে সাতটি জিতেছেন৷

এসি / এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য