1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাপেলো’র প্রস্থান

৯ ফেব্রুয়ারি ২০১২

ফুটবলে নাটকীয়তার অভাব নেই৷ কিন্তু কাপেলো যেভাবে সরে গেলেন তা নাটকীয়তাকে ছাড়িয়ে যায়৷ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র চার মাস বাকি৷ এই সময় ইংল্যান্ডের কোচ ফাবিও কাপেলো পদত্যাগ করলেন৷ কে হবেন কাপেলো’র উত্তরসূরি?

https://p.dw.com/p/14074
England manager Fabio Capello stands during the "Gran Gala' del calcio" show, where the best Serie A players are selected, in Milan, Italy, Monday, Jan. 23, 2012. (AP Photo/Antonio Calanni)
ফাবিও কাপেলোছবি: AP

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন'এর সঙ্গে তাঁর কাজিয়ার মূলে যিনি তিনি হলেন জন টেরি৷ খেলার মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড় আন্তন ফার্ডিনান্ড'কে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য ছুঁড়ে দেয়ার অভিযোগে এখন বিপাকে রয়েছেন টেরি৷ আদালতে এ নিয়ে মামলা উঠবে আগামী ৯ জুলাই অর্থাৎ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শেষ হবার পর৷ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন'এর ১৪ সদস্যের নির্বাহী কমিটি ইতোমধ্যে সেই অভিযোগের কারণেই টেরি'কে জাতীয় দলের ক্যাপ্টেন পদ থেকে সরিয়ে দিয়েছে৷ এতে নাখোশ হন কাপেলো৷ তিনি টেরি'কে ক্যাপ্টেন রেখেই ইংল্যান্ড দলকে খেলাতে চান ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে৷ কিন্তু কমিটি তার সিদ্ধান্তে অনড়৷ আর তারই ফল - কাপেলোর প্রস্থান৷

নতুন কোচ পদের জন্য যাদের নাম শোনা যাচ্ছে সেই অল্প কয়েকজনের মধ্যে শীর্ষে আছেন প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার্স'এর কোচ হ্যারি রেডন্যাপ৷ অভিজ্ঞ কোচ হিসেবে ৬৪ বছর বয়সি রেডন্যাপের সুনাম আছে৷ ২০১২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শেষ হবার পর কাপেলোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁর নাম অবশ্য আগেই আলোচনায় ঠাঁই পেয়েছিল৷ কিন্তু ততদিন বোধহয় আর অপেক্ষা করতে হবে না তাঁকে৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য