কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো
২৪ মে ২০১১কান চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার জন্য বিশ্বের নামজাদা চিত্রনির্মাতা ও শিল্পীরা উন্মুখ হয়ে থাকেন৷ এবার হলিউডের পাশাপাশি বলিউডের তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়া মত৷ এসেছিলেন ঐশ্বর্য রাই, মল্লিকা সারাওয়াত ও আরো অনেকে৷ হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল কান চলচ্চিত্র উৎসব৷ এবারের জুরি মণ্ডলীর প্রধানের দায়িত্বে ছিলেন অ্যামেরিকার খ্যাতনামা চিত্র পরিচালক ও অভিনেতা রবার্ট ডি নিরো৷ এ ছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন পরিচালক অলিভার আসায়াস, মোহাম্মদ সালেহ হারুন, নানসুন সি ও আরো কয়েকজন৷
৩৩টি দেশের ৪৯ ছবি প্রদর্শিত হয়েছে উৎসবে৷ উডি অ্যালেনের লেখা ও পরিচালনায় নির্মিত ছবি ‘মিডনাইট ইন প্যারিস' ছবিটি দিয়ে উদ্বোধন করা হয় উৎসবের৷ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি ও তাঁর স্ত্রী কার্লা ব্রুনির জীবনকাহিনি নিয়ে তৈরি এই ছবি৷ তবে বরাবরের মত এবারও উদ্বোধনের ছবিটি প্রতিযোগিতার বাইরে থেকেছে৷মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৯টি ছায়াছবি৷
সেরা ছবি ‘দ্য ট্রি অব লাইফ'
কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার ‘গোল্ডেন পাম' জিতবে কোন ছবি তা নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিলনা৷ অবশেষে মার্কিন পরিচালক টেরেন্স ম্যালিক নির্মিত ছায়াছবি ‘দ্য ট্রি অব লাইফ' জিতে নিল ‘গোল্ডেন পাম' পুরস্কার৷ কিছুটা আধ্যাত্মিক ও দার্শনিক তত্ত্ব ভিত্তিক পারিবারিক এই ড্রামাটিতে মানুষ ও প্রকৃতির অস্তিত্বকে তুলে ধরা হয়েছে৷ অভিনয় করেছেন হলিউডের নামজাদা তারকা ব্র্যান্ড পিট ও শন পেন৷ ৬০ এর দশকের অ্যামেরিকার এক সাদামাটা পরিবারের সঙ্গে প্রকৃতির উত্থানের যোগসূত্র তুলে ধরেছেন পরিচালক মালিক৷ নিভৃতচারী এই পরিচালক পাদপ্রদীপের আলো এড়িয়ে চলেন৷ তাই সহকর্মী প্রযোজকদের পাঠিয়েছিলেন তিনি কান উৎসবে৷ তাঁরাই তাঁর পক্ষ থেকে কান উৎসবের সেরা পুরস্কারটি গ্রহণ করেন৷
আরো যারা পুরস্কার পেলেন
সেরা পরিচালকের পুরস্কার জয় করে নেন ডেনিশ চিত্রনির্মাতা নিকোলাস ভিন্ডিং রেফিন তাঁর ‘ড্রাইভ' ছবির জন্য৷ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন ফরাসি অভিনেতা জঁ দুজারদঁ৷ ছবির নাম ‘দ্য আর্টিস্ট'৷ নির্বাক যুগের এক অভিনেতার চরিত্রে রূপ দিয়েছেন তিনি৷ সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করলেন হলিউড তারকা কার্সটেন ডান্সট, বিতর্কিত ড্যানিশ চলচ্চিত্রকার লার্স ফন ট্রিয়ের'এর ‘মেলানকলিয়া' ছবিতে অভিনয়ের জন্য৷ এক সাংবাদিক সম্মেলনে নাৎসি একনায়ক হিটলারের প্রতি সহানুভূতিসূচক মন্তব্য করায় তাঁকে উৎসব কর্তৃপক্ষ ‘অবাঞ্ছিত ব্যক্তি বলে ঘোষণা করে৷ ‘গ্র্যান্ড প্রাইজ অব দ্য জুরি' পেলেন তুর্কি পরিচালক নুরি বিলগে সাইলান তাঁর ‘ওয়ান্স আপন এ টাইম ইন আনাতোলিয়া' আর দুই বেলজিয়ান ভাই - জঁ পিয়ের আর লুক দার্দেন ‘দ্য কিড উইথ এ বাইক' ছবির জন্য৷ তৃতীয় জুরি পুরস্কারটি পেয়েছে ফরাসি ছবি ‘পোলিস'৷ সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পেল ইসরাইলের ছবি ‘ফুটনোট'
এককভাবে কোনো জার্মান ছবি মূল প্রতিযোগিতায় অংশ নেয়নি৷ নবীন পরিচালকদের জন্য নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিভাগের প্রতিযোগিতায় শীর্ষ পুরস্কার পেলেন জার্মান পরিচালক আন্ড্রেয়াস ড্রেসেন তাঁর ছায়াছবি ‘হাল্ট আউফ ফ্রায়ার স্ট্রেকে' (স্টপড অন ট্রাক) ছবির জন্য৷ ক্যানসার আক্রান্ত এক রোগীর মর্মস্পর্শী কাহিনি নিয়ে তৈরি ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যায়৷ ড্রেসেন'এর সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেলেন কোরিয়ার পরিচালক কিম কি-দুক৷ অন্যদিকে স্বল্পদৈর্ঘ্যের ছবির প্রতিযোগিতায় জার্মান তরুণ চিত্রনির্মাতা ডোরোটেয়া ড্রোউমেভা ১৫০০০ অর্থমূল্যের প্রথম পুরস্কারটি জয় করেন৷
কারাবন্দি দুই ইরানি পরিচালক জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে৷ রাসুলফের ‘গুড বাই' ও ‘পানাহির দিস ইজ নট এ ফিল্ম' ছবি দুটি দেখানো হয়েছে উৎসবে৷ এই ছবির ডিজিটাল কপি গোপনে একটি কেকের ভেতরে ঢুকিয়ে নিয়ে আসা হয়েছিল ইরান থেকে৷ রাসুলফের ছবিতে তরুণ এক আইনজীবীর কাহিনি তুলে ধরা হয়েছে, যিনি ইরান থেকে বের হওয়ার জন্য ভিসার অপেক্ষা করছেন৷ পানাহির চলচ্চিত্রে আদালতের রায়ের জন্য নিজের অপেক্ষার কথা বলেছেন৷ ২০০৯ সালে ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে পানাহি বিরোধীদলীয় নেতাকে সমর্থন দিয়ে ছিলেন৷
উল্লেখ্য, ইটালীয় চিত্র পরিচালক বারনার্দো বার্তোলুচ্চিকে সম্মানসূচক ‘গোল্ডন পাম' পুরস্কার দেওয়া হয়েছিল উৎসবের শুরুতেই৷
প্রতিবেদক: রায়হানা বেগম
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক