1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে হরতাল

১৮ ফেব্রুয়ারি ২০২১

আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধবেলা হরতালের ডাক দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা৷

https://p.dw.com/p/3pX1A
কোম্পানীগঞ্জে হরতাল
ছবি: bdnews24.com

নোয়াখালীর ডিসি, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা৷  হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ টহল দেওয়ার কথা জানান কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি৷ হরতাল বাস্তবায়নের জন্য সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে এবং বসুরহাট বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ৷

কোম্পানীগঞ্জে হরতাল
ছবি: bdnews24.com

সকালে শহরের বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে মিছিল বের হয়৷ আগামীকাল শুক্রবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন কাদের মির্জা৷

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জার অভিযোগ, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, ডিসি মোহাম্মদ খোরশেদ আলম, কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম ও কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি সব সময় একরামুল হক চৌধুরীর (সংসদ সদস্য) সঙ্গে সুর মিলিয়ে কথা বলেন৷ এবং নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের সঙ্গেও তারা জড়িত৷ কাদের মির্জার সুরক্ষার জন্য তারা কোনো ব্যবস্থা নেননি বলে কাদের মির্জার অভিযোগ৷

কোম্পানীগঞ্জে হরতাল
ছবি: bdnews24.com

ডিসি মোহাম্মদ খোরশেদ আলম এ বিষয়ে বলেন, ‘‘আমার কিছু বলার নেই, আমি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি৷’’ এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘‘বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক৷ আপাতত পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে না৷ তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে৷’’

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)