কাতারে আট অধিনায়ক রঙধনু আর্মব্যান্ড পরবেন
২৪ সেপ্টেম্বর ২০২২সাধারণত সমকামীরা তাদের বিভিন্ন কর্মসূচিতে রঙধনু পতাকা ব্যবহার করেন৷
কাতারে সমকামিতা অবৈধ৷ তবে বিশ্বকাপ চলার সময় সমলিঙ্গ দম্পতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না বলে মানবাধিকার সংগঠনগুলোকে আশ্বস্ত করেছে কাতার৷
ফিফার নিয়ম অনুযায়ী কোনো দল বিশ্বকাপে নিজেদের পছন্দমতো আর্মব্যান্ড নিয়ে যেতে পারে না৷ এ ব্যাপারে তারা কী সিদ্ধান্তে নেবে তা এখনও জানা যায়নি৷
ইউরো ২০২০ শুরুর আগে নেদারল্যান্ডসে ‘ওয়ানলাভ’ নামে একটি কর্মসূচি শুরু হয়েছিল৷ এই কর্মসূচির আওতায় কাতার বিশ্বকাপে রঙধনু আর্মব্যান্ড পরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আট অধিনায়ক৷
ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ‘ওয়ানলাভ' কর্মসূচি সমর্থন করে৷ ইউরো চলার সময় জার্মানির গোলরক্ষক মানুয়ের নয়ার রংধনু আর্মব্যান্ড পরতে চাইলে উয়েফা তাতে অনুমোদন দিয়েছিল৷
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন বলেন, ‘‘অধিনায়ক হিসেবে আমরা সবাই খেলার মাঠে একে অপরের বিরুদ্ধে লড়বো৷ তবে যে-কোনো বৈষম্যের বিরুদ্ধে লড়তে আমরা একসঙ্গে আছি৷’’
ইংলিশ ফুটবল এসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বালিংহ্যাম বলেন, কাতারে বিশ্বকাপের বিভিন্ন অবকাঠামো তৈরি করতে গিয়ে যে অভিবাসী শ্রমিকরা হতাহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নীতিকেও তারা সমর্থন করেন৷
হতাহতা অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার আহ্বানে সাড়া দিতে বিশ্বকাপের স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন৷
জেডএইচ/কেএম (এএফপি, এপি)