1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাইলি-শাকিরা মাতালেন গ্লাস্টোনবারি উৎসব

২৭ জুন ২০১০

বিশ্বের অন্যতম বৃহত্তম সঙ্গীত উৎসব শুরু হলো ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের গ্রাম গ্লাস্টোনবারিতে৷ সেখানেই অভিষেক হলো অস্ট্রেলীয় পপ তারকা কাইলি মিনোগের৷ আর শুধু কাইলিই নন গ্লাস্টোবারি মাতালেন শাকিরা, মিউজসহ আরো অনেকেই৷

https://p.dw.com/p/O4Nh
গ্লাস্টোনবারি উৎসব (ফাইল ছবি)ছবি: AP

পাঁচ বছর আগেই কাইলির অভিষেক হওয়ার কথা ছিল৷ কিন্তু স্তন ক্যান্সারের কারণেই তা হলো পাঁচটি বছর পর৷ কাইলি অবশ্য শনিবার খুব বেশি কিছু দেননি ভক্তদের৷ গেয়েছেন মাত্র একটি গান৷ সেটি হলো ‘অ্যানি হুইচ ওয়ে'৷ বরং কাইলির পপের রেশ ধরে রাখল ইংলিশ রক ব্যান্ড ‘মিউজ'৷ বেশি মাতালো ‘হোয়ার দ্য স্ট্রিটস হ্যাভ নো নেম' গানটি৷ আসর মাতালো স্নুপ ডগ এবং ডিজি রাসকেল৷ ভক্তদের বেশ নাচালেন লন্ডন ব়্যাপার টিঞ্চি স্ট্রাইডার৷ হাজির হয়েছিল গ্লাস্টোনবারির সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড ‘রেডিওহেড'৷

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কাঁপানো কলম্বিয়ান তারকা শাকিরাও মাতালেন এবারের আসর৷ জোহানেসবার্গে গাওয়া ‘ওয়াকা ওয়াকা' দিয়েই শুরু করেন শাকিরা৷ গলায় সুর তোলার আগে শাকিরা বলেন, ‘‘মাত্র ক'দিন আগেই দক্ষিণ আফ্রিকায় এটি গেয়েছি৷ আর সামনেই রয়েছে ইংল্যান্ড-জার্মানির বড় খেলা৷ আমিও সে খেলা কোন একটা বারে ঢুকে উপভোগ করবো৷ তাই সেই গান দিয়েই শুরু করতে চাই৷''

Flash-Galerie Shakira Eröffnungskonzert Südafrika Fußball Weltmeisterschaft 2010
শাকিরা (ফাইল ছবি)ছবি: AP

প্রায় প্রতিবছরই গ্লাস্টোনবারির উৎসবে বৃষ্টির উৎপাতে কাদা-মাখামাখি করতে হয় ভক্তদের৷ তবে এবার রৌদ্রোজ্জ্বল দিনে প্রায় দেড় লাখ সঙ্গীতপ্রেমী ভিড় করেছিলেন সেখানে৷ বাথ থেকে আসা ১৭ বছর বয়সি লুকা টারাস্কেভিক্স জানান, ‘‘আমি চতুর্থবারের মতো এই উৎসবে এসেছি৷ এবারই আবহাওয়া সবচেয়ে ভালো৷'' উল্লেখ্য, ১৯৭০ সালে শুরু এই গ্লাস্টোনবারি উৎসবের৷ শুরুর বছর টিকিট ছিল এক পাউন্ড৷ আর এ বছর প্রত্যেক ভক্তকে গুনতে হয়েছে ১৮৫ পাউন্ড৷

প্রতিবেদন : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়