কসোভোয় সরকার বেআইনি, আবার ভোট: আদালত
২২ ডিসেম্বর ২০২০মাত্র একটি ভোটের জোরে কসভোয় সরকার গঠন করেছিলেন আবদুল্লাহ হোটি। ওই ভোটটি ছিল এতেমি আরিফির। আদালত জানিয়ে দিল, ওই ভোট বৈধ নয়। কারণ, এতেমি আরিফি শাস্তিপ্রাপ্ত। কসোভোর সংবিধান ও নির্বাচনী আইন অনুসারে শাস্তিপ্রাপ্ত সদস্যের ভোট বৈধ নয়। তাই বিচারকেরা বর্তমান সরকারকে অবৈধ বলে রায় দিয়েছেন। এখন সরকারকে ৪০ দিনের মধ্যে নির্বাচন করাতে হবে।
আদালত শাস্তি দেয়ার পরেও আরিফি বেশ কয়েক মাস ধরে গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছিলেন। গত সেপ্টেম্বরে তিনি ধরা দেন। আরিফের অনুপস্থিতি মানে পার্লামেন্টে সরকার সংখ্যালঘু হয়ে পড়া।
সাবেক প্রধানমন্ত্রী অ্যালবিন কুর্তির সরকার গত মার্চে সংখ্যালঘু হয়ে পড়ে। তারপর সাংবিধানিক আদালতে কুর্তি মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, বর্তমান সরকার বেআইনি। সেই মামলার রায় এতদিনে এলো।
হোটির এজেন্ডায় অন্যতম প্রধান বিষয় ছিল, কসোভো ও সার্বিয়ার মধ্যে অবাধ বাণিজ্য। যেখানে সীমান্তের কোনো পরিবর্তন হবে না।
জিএইচ/এসজি(বেটা, রয়টার্স)