চলচ্চিত্র
২৯ এপ্রিল ২০১২বার্তা সংস্থা বিডিনিউজটোয়েন্টিফোর জানিয়েছে, আগামী ৯ মে পশ্চিমবঙ্গের মালদহ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লালসালু' এবং ‘চিত্রা নদীর পারে' ছবি দুটি৷ প্রদর্শনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে সেখানে বিকল্প চলচ্চিত্রের ওপরও বক্তব্য রাখবেন বাংলাদেশী পরিচালক৷ এরপর ১২ মে বারাসাতের বিদ্যাসাগর মিলনায়তনে প্রদর্শিত হবে তাঁর পরিচালিত ‘লালন' ছবিটি৷ এছাড়া ২৬ মে কলকাতার গোর্কি সদন দেখাবে তাঁর প্রামাণ্যচিত্র ‘১৯৭১'৷ এছাড়া সেখানে তানভীর মোকাম্মেল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও আলোচনায় অংশ নেবেন৷ উল্লেখ্য, মোকাম্মেলের নিজের চলচ্চিত্র বিষয়ক একটি সংগঠন রয়েছে, এটির নাম কিনো আই ফিল্মস৷ এর সচিব সানু মানিক জানিয়েছেন, নিজের চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য আগামী ৮ মে ভারতে যাবেন পরিচালক মোকাম্মেল৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (বিডিনিউজটোয়েন্টিফোর)
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়