কলকাতার দুর্গাপুজোয় প্রতিবাদের ছবি, ন্যায়ের দাবি
আরজি কর কাণ্ডের রেশ ভালোকরেই পড়েছে দুর্গাপুজোর উপরে। অনেকগুলি মণ্ডপে উঠে এসেছে প্রতিবাদের ছবি।
মুখ ঢেকেছেন মা দুর্গা
নারকেলডাঙার সরস্বতী কালীমাতা মন্দির পরিষদ ক্লাবের দুর্গাপুজোয় উঠে এসেছে আরজি করের ঘটনার প্রতিবাদ। সেখানে মা দুর্গার মূর্তির সামনে রাখা হয়েছে চাদরে ঢাকা অভয়ার শোয়ানো মূর্তি। যা দেখে হাত দিয়ে মুখ ঢেকেছেন মা দুর্গা। সিংহও নতমুখ। মায়ের হাত অস্ত্রহীন। পাশে প্যান্ডেলে লাগানো চিকিৎসকের পোশাক ও স্টেথো।
কী বলছেন আয়োজকরা
নারকেলডাঙা পুজোর উদ্যোক্তা বিশ্বজিৎ সরকার জানিয়েছেন, নারীর উপর একের পর এক অত্যাচারের খবর আসছে। তাই তাদের থিম এবার লজ্জা। মা দুর্গা লজ্জায় মুখ ঢাকছেন। তার বাহন সিংহও লজ্জায় নতমুখ হয়েছে। এভাবেই তাদের পুজো হয়ে উঠেছে প্রতিবাদের পুজো।
চতুর্থীর প্রদীপ
সোমবার ছিল চতুর্থী। সেই রাতে গিয়ে দেখা গেল, অভয়ার প্রতীকী মূর্তির সামনে ফুলমালা ও তার মধ্যে একটা প্রদীপ জ্বলছে। প্রতিবাদের আলো, অভয়াকে স্মরণ করার প্রদীপ।
প্রতিবাদের পুজোয় অগ্রণী কাঁকুরগাছি যুবকবৃন্দ
কাঁকুরগাছি যুবকবৃন্দের পুজোর থিম পরিচয়। ৯৫ বছরে পা দেয়া এই পুজোর কর্মকর্তারা ভেবেছিলেন, এবার পুজোয় থিম হবে পোশাকশিল্পী। আরজি করের ঘটনা সবকিছু বদলে দিল। তারা এটা জানলেন, পোশাকশিল্পের সঙ্গে জড়িত সাধারণ মধ্যবিত্ত বাবা-মা মেয়েকে চিকিৎসক করেছিলেন অনেক কষ্ট করে। তখন তারা থিমের কিছুটা বদল ঘটালেন। তাদের পুজো হয়ে উঠলো প্রতিবাদের পুজো।
জীবন্ত রূপকার
এই পুজোর আরেকটি চমক হলো, জীবন্ত রূপকার। অর্থাৎ, দুইজন পোশাকশিল্পীকে বসিয়ে দেয়া হয়েছে। তারা অভয়ার বাবা-মার প্রতীক। মন্ডপে দর্শকদের সামনে তারা কাজ করছেন। কৃত্রিম মেধা বা এআই ব্যবহার করে চিকিৎসকের প্রতীকী ছবি তৈরি করা হয়েছে। সেই ছবি দেয়া হয়েছে মণ্ডপে। বাকি মণ্ডপজুড়ে রয়েছে পোশাকশিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন অনুসঙ্গ। কিন্তু প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ।
আয়োজকের বক্তব্য
এই পুজোর উদ্য়োক্তা শান্তনু সাহা জানিয়েছেন, তাদের থিম হলো 'রূপকার'। যারা আমাদের পোশাকের রূপ দেন তাদের নিয়ে এই পুজোর থিম করার কথা ভাবা হয়েছিল। পরে যখন আরজি কর কাণ্ড হলো, তখন তারা মনে করলেন এই প্রতিবাদটা জরুরি। আর অভয়ার বাবা নিজেও পোশাকশিল্পী ছিলেন। ফলে তাদের মূল থিমের সঙ্গে প্রতিবাদের থিমও মিলে গেল।
থিম যেখানে 'ব্রাত্য'
ভবানীপুর শিবমন্দিরের থিম হলো ব্রাত্য। সেই পুজোতেও রয়েছে প্রতিবাদের চিহ্ন। একটি যন্ত্রণাকতর মুখের ভাস্কর্য রয়েছে সেখানে। আর সেই মুখের গায়ে রয়েছে একটি মেয়ের ছবি। দেখলেই বোঝা যায়, এ কার যন্ত্রণা।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয়
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবারের থিম হলো লাস ভেগাসের বিখ্যাত আলোর গোলক স্ফিয়ার। ১১ডি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এখানে। ১১ দিক থেকে দেখা যাবে এই গোলকের মধ্যে মা দুর্গার অসীম শক্তির প্রতিচ্ছবি। কিন্তু সেই পুজোতেও রয়েছে প্রতিবাদের সুর।
ন্যায়ের দাবি
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম কর্মকর্তা হলেন বিজেপি নেতা সজল ঘোষ। এখানে পুজোর থিম 'স্ফিয়ার' হলেও পোস্টারে-ফেস্টুনে রয়েছে ন্যায়ের দাবি। যেমন এই বিশালকায় বোর্ডে লেখা রয়েছে, 'উই ওয়ান্ট জাস্টিস'।