1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার কচুরি মিষ্টির দোকান

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৮ মার্চ ২০২১

পশ্চিমবঙ্গের কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রায় আড়াইশো বছরের পুরনো কচুরি মিষ্টির দোকান ‘আদি হরিদাস মোদক’৷ কথিত আছে রামকৃষ্ণ পরমহংস এই দোকানের অমৃতি খেতে ভালোবাসতেন৷ তাছাড়াও, এই দোকানে এসেছেন রাণী রাসমণি, গিরিশচন্দ্র ঘোষের মতো যুগন্ধর মানুষেরা৷ সত্যেন্দ্রনাথ মোদকের তৈরী এই দোকানটি বর্তমানে সামলাচ্ছেন মোদক-পরিবারেরই ষষ্ঠ প্রজন্মের প্রতিনিধি শ্রী ইন্দ্রজিৎ মোদক৷

https://p.dw.com/p/3qLRr