কলকাতা আনলক
সোমবার থেকে গোটা ভারত জুড়ে আনলক পর্ব শুরু হয়েছে। স্বাভাবিক হচ্ছে কলকাতাও। বাসে ঝুলছে মানুষ। খুলেছে ধর্মস্থান।
বাদুড়ঝোলা ভিড়
আনলক পর্ব শুরু হলেও এখনও চালু হয়নি লোকাল ট্রেন এবং মেট্রো। বাস কম। তাই কলকাতার রাস্তায় ফিরে এসেছে পুরনো দিনের দৃশ্য। বাসে বাদুড়ঝোলা ভিড়। সামাজিক দূরত্বের বালাই নেই।
খুলেছে অফিস
কলকাতার পূর্ব দিকে আইটি হাব। সেক্টর ফাইভ। প্রায় টানা দুই মাস লকডাউনের জেরে বন্ধ ছিল এখানকার বহু অফিস। সোমবার থেকে কম কর্মী নিয়ে নতুন করে খুলেছে অফিস।
সঙ্গে বৃষ্টি
কলকাতায় বৃষ্টি হলেই ফ্লাইওভারের তলায় দাঁড়িয়ে পড়েন বাইক আরোহীরা। দুই মাস এ দৃশ্য দেখা যায়নি। সোমবার ফের ফিরে এলো পুরনো ছবি। তবে এখানেও সামাজিক দূরত্বের কোনও বালাই নেই।
বাসে ফেস শিল্ড
পেটের তাগিদে বাইরে যেতেই হচ্ছে মানুষকে। তবে করোনার ভয় আছে। বস্তুত গত এক সপ্তাহে সংক্রমণের সংখ্যা লাফিয়ে বেড়েছে। তাই ঝুঁকি এড়াতে প্রবল গরমে ভিড় বাসে ফেস শিল্ড পরে উঠছেন অনেকেই।
মাস্ক কই
খুলেছে পাইকারি মার্কেট। ভিন রাজ্যের লরি ঢুকতে শুরু করেছে পোস্তার বাজারে। কুলিরাও কাজ ফিরে পেয়েছেন। কিন্তু তাঁদের মুখে মাস্ক নেই। যদি বা আছে, গরমের থেকে বাঁচতে তা গলায় ঝোলানো।
অটোয় পুরনো ছবি
শহরের রাস্তায় নেমে পড়েছে অটো। সরকার বলেছিল অটোর পিছনে কেবল দুই জন বসতে পারবেন। কিন্তু সোমবার দেখা গেল প্রচুর সওয়ারি নিয়েই দিকে দিকে চলছে অটো। পিছনে পাঁচজন, সামনে দুই।
ট্যাক্সির হাহাকার
বাস-অটো চললেও সোমবার তুলনামূলক ভাবে রাস্তায় ট্যাক্সির সংখ্যা কম ছিল। ফলে অফিস পাড়ায় ট্যাক্সির হাহাকার পড়ে যায়। দূরে ট্যাক্সি দেখতে পেলেই সামাজিক দূরত্বকে হেলায় উড়িয়ে ছুটে গিয়েছেন সকলে। যে আগে ধরতে পারেন।
খুলেছে ধর্মস্থান
সোমবার থেকে খুলে গিয়েছে সমস্ত ধর্মস্থান। মসজিদে ফের শুরু হয়েছে নামাজ। তবে মসজিদের ভিতরে সামাজিক দূরত্বের নিয়ম পালন করা হচ্ছে।
মেট্রোর সিঁড়ি
এখনও চলছে না মেট্রো। গরমে কাবু কলকাতাবাসী মেট্রোর সিঁড়িকেই ব্যবহার করছেন বাসের প্রতীক্ষালয় হিসেবে। তবে সেখানেও সামাজিক দূরত্বের বিধি পালিত হচ্ছে না। অনেকের মুখে মাস্কও নেই।