1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর্মক্ষেত্রের অনাহূত কাজে ঘরে বিব্রত নারীরা

১০ মার্চ ২০১১

বর্তমান নারীরা কর্মক্ষেত্রের বিভিন্ন কাজে এবং ঘরের কাজে সমানভাবে পারদর্শী৷ তবে গবেষণা বলছে, কাজের পর অফিসের ই-মেল, ফোন ইত্যাদি যদি ঘরেও বিরক্ত করে, সেটা তাঁদের ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে৷

https://p.dw.com/p/10WiY
কাজে ব্যস্ত নারীছবি: AP

ঘরে-বাইরে সবজায়গায় সমান তালে কাজ করে যাচ্ছেন নারীরা৷ মেধা-মনন এবং আন্তরিকতায় কর্মক্ষেত্রে করে নিচ্ছেন নিজের আসন৷ তাই পুরুষদের সঙ্গে সঙ্গে এখন প্রায় সব প্রতিষ্ঠানেই দেখা যায় নারীদের৷ কিন্তু কর্মক্ষেত্রের কাজ যখন ঘরে আসে – অর্থাৎ বস, সহকর্মী এবং ক্লায়েন্টদের সঙ্গে যদি ঘরে বসেও যোগাযোগ করতে হয়, তখন তারা মানসিকভাবে খুব অপরাধবোধে ভোগেন৷ নতুন একটি গবেষণায় একথা বলা হয়েছে৷ গবেষণা বলছে, নারীরা অফিসের কাজ অফিসেই শেষ করে ফেলতে পছন্দ করেন৷ এইসব কারণে অফিসের কাজ ঘরে আসলে তাঁরা পুরুষের চেয়ে অনেক বেশি মর্মপীড়ায় ভোগেন৷ ‘জার্নাল অফ হেল্থ অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার' পত্রিকায় গবেষকরা বলেছেন এইসব কথা৷

এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অফ টোরন্টো'র পল গ্ল্যাভিন৷ তিনি বলেন, ‘‘নারীদের এই মর্মপীড়া তাঁদের হৃদযন্ত্রে প্রভাব ফেলতে পারে৷'' অ্যামেরিকার এক হাজার বিয়াল্লিশ জন কর্মজীবী মানুষের উপর এই গবেষণা চালানো হয়৷ গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রের ঐ ধরণের কাজ নারীদের পারিবারিক জীবনে অনধিকার চর্চা না করলেও তাঁরা কিন্তু ঠিকই নিজেদেরকে অপরাধী ভাবছেন৷

ক্যানাডার টোরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এই গবেষণার অন্যতম গবেষক স্কট শিম্যান

বলেন, ঘরে এসেও বাইরের কাজের সাথে তাঁদের যোগাযোগ বাড়ার সঙ্গে সঙ্গে অপরাধবোধও বেড়ে যায়৷ এক সাক্ষাৎকারে বিষয়টিকে তিনি ব্যাখ্যা করেন এইভাবে৷ অফিসের পর কাজের সঙ্গে নারীদের অপরাধবোধ এবং মর্মপীড়ার পারস্পরিক সম্পর্ক রয়েছে৷ অন্যদিকে পুরুষরা প্রতিনিয়ত বাইরের কাজ ঘরে বসে করলেও নারীদের মতো এসব কাজ তাঁদের উপর তেমন একটা প্রভাব ফেলেনা৷

শিম্যান বলেন, এই গবেষণার ফলাফল নারীদের বয়স, বৈবাহিক অবস্থা, পারিবারিক মর্যাদা বা আর্থ-সামাজিক অবস্থাভেদেও একইরকম দেখা গেছে৷ শিম্যানের মতে, যদিও নারীরা এখন পুরুষদের সঙ্গে সঙ্গে সাংসারিক খরচ বহন করছে, তারপরও কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনে কাজের ক্ষেত্রে পুরুষ সঙ্গীর মতামতের দিকেই চেয়ে থাকতে হয় তাঁদের৷ আর এই কারণেই অফিসের কাজ ঘরে আসলে নারীরা একে নেতিবাচকভাবে নেয় এবং নিজেদের কাছে প্রশ্নের মুখে পড়ে যে, এতে তাঁদের ঘরের কাজ বাধাগ্রস্ত হচ্ছে কিনা!

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন