করোনায় বাড়ি থেকে কাজ, শিবচর লকডাউন
১৯ মার্চ ২০২০স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বলেন,‘বাংলাদেশের কিছু এলাকা নজরদারীতে আছে৷ পরিস্থিতির অবনতি হলের মাদারিপুর ও ফরিদপুরের শিবচর এলাকা লক ডাউন করে দেয়া হবে৷' বিকেলে মাদারিপুরের শিবচর উপজেলা লক ডাউন করা হয়৷
বহুজাতিক কোম্পানি ইউনিলিভার সারা বিশ্বের মত বাংলাদেশেও তাদের প্রতিষ্ঠানের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পদ্ধতি চালু করেছে ১৬ মার্চ থেকে৷ ঢাকায় বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের কর্মীরাও এখন বাড়িতে বসেই অফিসের কাজ করেছেন৷ জানাগেছে তারা পরীক্ষামূলকভাবে এটা শুরু করেছেন৷ পরবর্তীতের আরো কোনো পদক্ষেপ নেয়া হতে পারে৷
গ্রামীণফোন ও বাংলালিংকের কর্মীদের বাসায় থেকে কাজ করছেন৷ বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জানান, তারা অনলাইনে কাজের সমন্বয় করছেন৷ বাড়ি থেকে অফিস সময় অনুযায়ী তারা কাজ করছেন৷ সকাল ৯টায় কাজের প্রস্তুতি এবং দুপুর ২ টায় তারা কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন অনলাইনেই৷ তিনি বলেন,‘আমরা একটি সফটওয়ারের মাধ্যমে কাজ করছি৷ সবাই লগ ইন করে কাজ করি৷ আলোচনা , মিটিং সব কিছুই এর মাধ্যমে হয়৷'
ঢাকায় সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো এই পদ্ধতিতে যায়নি৷ তবে দর্শনার্থীদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে৷ প্রয়োজন ছাড়া কাউকে তারা অফিসে আসতে দিচ্ছে না৷ প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ সাচিবালয়ের গেটে নোটিশ টানিয়ে দেয়া হয়েছে৷
বাংলাদেশে পোশাক কারখানা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে৷ কারণ কারখানাগুলোতে একসঙ্গে অনেক শ্রমিক কাজ করেন৷ কিন্তু পোশাক কারখানায় কর্মীদের ঘরে বসে কাজ করার সুযোগ নেই৷ তাই উৎপাদন অব্যাহত ও একই সঙ্গে করোনা ঝুঁকি এড়াতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিজিএমইএ৷ বিজিএমই জানায়, মার্চেন্ডাইজিংসহ উৎপাদনের সঙ্গে যারা জড়িত নয় তাদের বাড়িতে বসে কাজের সুযোগ দেয়া হচেছ৷ কিন্তু কর্মী এবং উৎপাদনের সাথে যারা জড়িত তাদের জন্য কর্মক্ষেত্রে বিশেষ সতর্কতা নেয়া হয়েছে৷
ওমেগা স্টাইল লি.-এর গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম জানান,‘আমাদের কারখানাগুলোর কাজের পরিবেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত মেনে করা৷ একটি মেশিন থেকে আরেকটি মেশিনের দূরত্ব দুই মিটার৷ করোনার জন্য এক মিটার দূরত্বই যথেষ্ঠ৷ এর বাইরে আমরা স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, প্রয়োজনে মাস্ক ব্যবহার সব কিছুই নিশ্চিত করেছি৷ তাদের সচেতন করার জন্য চিকিৎক ও নার্সরা নিয়মিত কাজ করছেন৷'
তিনি জানান,‘পোশাক কর্মীরা অনেক সচেতন৷ তারা জানেন কেউ করোনায় আক্রান্ত হলে পুরো কারখানাই বন্ধ করে দিতে হতে পারে৷ তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে তারা অনেক বেশি সচেতন এবং তারা তা মানছেন৷'
বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোও এরই মধ্যে ‘ওয়ার্ক ফ্রম হোম' নীতি যতটা সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে৷ কর্মীদের যতটা সম্ভব বাড়িতে রেখে কাজ করানোর ব্যবস্থা করছে৷ ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান জানান,‘আমরা আমাদের সাংবাদিক এবং সংবাদকর্মী যারা ঘরে বসেই কাজটি করতে পারেন তাদের ঘরে বসেই কাজ করতে বলেছি৷ খবরের স্বাভাবিক প্রবাহ বজায় রেখে যতদূর সম্ভব আমরা কর্মীদের নিরাপত্তার বিষয়টি দেখছি৷সংবাদ সংগ্রহে যাদের বাইরে যেতেই হবে তারা যাতে সার্বিক স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে সচেতন থাকে সে ব্যাপারেও আমরা সতর্ক আছি৷'
টেলিভিশনের সাংবাদিকদের বাইরে কাজ বেশি করতে হয় বলে ঝুঁকিও বেশি৷ এই ঝুঁকি কতটা কমানো যায় তা নিয়ে কাজ করছে বাংলাদেশের বেসরকারি টেলিভিনগুলো৷ একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন,‘আমরা এসাইনমেন্ট কমিয়ে দিয়েছি৷ গুরুত্বপূর্ণ না হলে আমরা সাংবাদিকদের সেখানে যেতে নিরুৎসাহিত করছি৷ তাদের প্রয়োজনীয় হেলথ টিপস দেয়া হচ্ছে৷ কিন্তু খবর পরিবেশনতো আমরা বন্ধ করতে পারব না৷'
আর গাজী টিভির সম্পাদক( কারেন্ট অ্যাফেয়ার্স) অঞ্জন রায় বলেন,‘অফিসে আমরা থার্মাল থার্মোমিটার ব্যবহার করছি৷ নিয়মিত সবার শীরের তামাত্রা মাপা হচ্ছে৷ সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেন চলা হচ্ছে৷'
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান খান বলেন,‘প্রতিষ্ঠানগুলোর এই ব্যবস্থাপনা অবশ্যই উপকারী৷ কিন্তু একেকটি প্রতিষ্ঠানের কাজের ধরণ একেক রকম৷ তাই কাজ অব্যাহত রেখে প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবস্থাপনা কতটা বজায় রাখতে পারে সেটা দেখার বিষয়৷'
তিনি মনে করেন গণমাধ্যম কর্মীদের কাজ বন্ধ রাখার উপায় নেই৷ তবে তিনি পরামর্শ দিয়েছেন,‘করোনা আক্রান্ত এবং করোনা সন্দেহে যারা রয়েছেন তাদের ছয় ফুটের মধ্যে যাওয়া যাবেনা৷ আর সাধারণ অবস্থায় ভীড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে৷ যন্ত্রপাতি ভাইরাসমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে৷ সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷'