1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় কম্পিত নয় কলকাতা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৯ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে বিভিন্ন অনুষ্ঠান বাতিল হয়ে যাচ্ছে৷ কলকাতা সেখানে ব্যতিক্রম৷ সোমবার, দোল উৎসবের দিন শহর যথারীতি মাতল উৎসবে৷

https://p.dw.com/p/3Z6mk
ছবি: DW/S. Bandopadhyay

দোলযাত্রা কিংবা বসন্ত উৎসব, যে নামেই ডাকা হোক, এবছর তা পালিত হয়নি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে৷ কারণ, করোনা ভাইরাস সংক্রমণের ভয়৷ এই বসন্তে বাংলায় এই নজিরবিহীন অঘটনই সবথেকে বড় খবর৷

ওদিকে করোনা আতঙ্কে এ বছরের হোলি উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বাতিল হয়ে যাচ্ছে এক একটি সরকারি অনুষ্ঠান৷ এই আতঙ্কের আবহে কলকাতাতেও দোলপূর্ণিমার চিরাচরিত রং খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল৷ অন্তত শহরের বিভিন্ন বাজারে রঙের দোকানে অন্যান্যবারের তুলনায় যথেষ্ট কম ভিড় এবার কারণ হয়েছিল উদ্বেগের৷ কিন্তু শেষ পর্যন্ত রং বা রঙিন আবীর খেলা প্রতীকি স্তরে থাকলেও কলকাতার বিভিন্ন এলাকায় হল প্রভাত ফেরী, নাচ, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান৷ করোনা ভাইরাসের ভ্রুকুটি অগ্রাহ্য করেই রীতিমত ভিড় হল সেই সব অনুষ্ঠানে৷

দক্ষিণ কলকাতায় শহরের মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন আত্মীয়, বন্ধুদের সঙ্গে প্রতিবারের মতো রংও খেলেন৷ রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আয়োজন করেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার৷ এলাকার নারীরা সেই পদযাত্রায় সামিল হয়েছিলেন৷ তাঁদের মধ্যে ছিলেন সঞ্চারী চক্রবর্তী৷ সঙ্গীতশিল্পী সঞ্চারি তাঁর দুই মেয়েকে নিয়ে এই শোভাযাত্রায় গান গাইতে গাইতে হেঁটেছেন৷ ভয় করেনি৷ ডয়চে ভেলেকে জানিয়েছেন সঞ্চারী৷ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রাথমিক যে সাবধানতা নেওয়া দরকার, সেটা তিনি বা তাঁর মেয়েরা নিয়েছেন৷ যেমন অন্য কারও সঙ্গে খুব ঘনিষ্ঠ না হওয়া, হাতে–মুখে রং না মাখানো৷ কিন্তু তা বাদ দিয়ে এই সমবেত উদযাপনে তাঁর পরিবারের কোনও দ্বিধা ছিল না৷

ওদিকে এই প্রথম শান্তিনিকেতন বিশ্বভারতীতে বন্ধ থাকল বসন্ত উৎসব৷ প্রতিবছরই এই উৎসব দেখতে বহু মানুষ আসেন, এবারও এসেছিলেন৷ কিন্তু তাঁদের বিশ্বভারতী চত্বরে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি৷ ব্যারিকেড দিয়ে কার্যত অবরুদ্ধই রাখা হয়েছিল ছাতিমতলা, আম্রকুঞ্জ৷ করোনাই কি বাঁচিয়ে দিল? 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান