টিকা পরীক্ষার অনুমতি পেল জার্মান কোম্পানি
১৭ জুন ২০২০টিকা পরীক্ষা ও অনুমোদন দেয়ার জার্মান সংস্থা পাউল এয়ারলিশ ইন্সটিটিউট বুধবার এই তথ্য জানায়৷ এর আগে এপ্রিল মাসে মার্কিন কোম্পানি ফাইজারের সঙ্গে কাজ করা জার্মানির ‘বায়নটেক’ কোম্পানিকেও এমন অনুমতি দেয়া হয়৷
কিওরভ্যাক কোম্পানি ১৬৮ জন স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষা চালাবে৷ এই মাসেই ১৪৪ জন স্বেচ্ছাসেবীকে টিকা দেয়া হবে৷ প্রাথমিক ফল সন্তোষজনক হলে সেপ্টেম্বর বা অক্টোবরে আরও বড় পরিসরে পরীক্ষা শুরু হবে৷
পাউল এয়ারলিশ ইন্সটিটিউট বলছে, কিওরভ্যাকের পরীক্ষার ফল ‘খুব ভালো' হলে ২০২১ সালের শুরুতে তারা টিকা অনুমোদনের জন্য আবেদন করতে পারবে৷ সেক্ষেত্রে আগামী বছরের মাঝামাঝি টিকা বাজারে আসতে পারে বলে জানিয়েছে কিওরভ্যাক৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বিশ্বব্যাপী ১১টি কোম্পানি এখন করোনার টিকা মানবদেহে পরীক্ষা করছে৷
গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিওরভ্যাক কোম্পানির টিকার একচ্ছত্র স্বত্ত্ব পাওয়ার চেষ্টাকরেছিলেন বলে খবর বেরিয়েছিল৷ অবশ্য মার্কিন প্রশাসন ও কিওরভ্যাক কোম্পানি সেই সময় এই খবর অস্বীকার করেছিল৷
জার্মানির গণমাধ্যম জানাচ্ছে, কিওরভ্যাক কোম্পানি আগামী মাসে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে৷
এই অবস্থায় বিদেশিদের হাতে কোম্পানির মালিকানা চলে যাওয়ার আশংকায় ৩০০ মিলিয়ন ইউরো দিয়ে কিওরভ্যাকের ২৩ শতাংশ অংশ কেনা হবে বলে জানিয়েছে জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়৷
জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)
১৪ জুনের ছবিঘরটি দেখুন..